ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ ৯ মাঘ ১৪৩১
পিরোজপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 December, 2024, 11:51 PM

পিরোজপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

পিরোজপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার (১ ডিসেম্বর) জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবারও মুক্তিযোদ্ধা সংসদে এসে শেষ হয়। পরে জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা শাখার আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্রর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও  জাতীয়তাবাদী শ্রমিক দলের পিরোজপুর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা নুর দিদা খান রবি, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল করিম বাদল প্রমুখ।

বক্তারা এসময় বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১১ সেক্টরের কমান্ড ছিলেন। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন। নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেন এবং নেতৃত্ব দেন, এদেশ সকল ধর্মের মানুষের। তাই সবার ঐক্যবদ্ধ চেষ্টায় দেশ রক্ষা করতে হবে। বাংলাদেশ গঠনে মহান মুক্তিযোদ্ধাদের ভূমিকা অপরিসীম একথা ভুলে গেলে চলবে না।

সভা পরিচালনা করেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা শাখার সদস্য ও জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইমরান আহমেদ সজিব

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status