তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, ভাংচুর-লুট, নারীসহ আহত-১০
মো: এমরান হোসেন, কমলনগর
|
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের কমলনগরে প্রতিপক্ষের হামলায় বসতঘরে ভাংচুর-লুটের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ১০জন আহত হয়েছে। রবিবার উপজেলার চরকাদিরা ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে। গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগী পরিবার জানান, উপজেলার চরকাদিরা ইউনিয়নে এক পরিবারে আপন চার ভাইয়ের মধ্যে আবুল বাশার, রুবেল, আরমান বিএনপি সমর্থিত। অপর ভাই মিজান আ’লীগ সমর্থিত। ঘটনার দিন মিজান চর কাদিরা ইউনিয়নের রোকিয়ার বাপের সমাজে দোকানের সামনে বসা ছিলো। এ সময় একই এলাকার মাইন উদ্দিন, মইন উদ্দিন, ইস্রাফিল, সাকিব ও সেলিম হঠাৎ মিজানের উপর অতর্কিত হামলা করে। বিএনপি সমর্থিত ওই নেতারা তাকে লাঠি- সোটা দিয়ে বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও ফুলা জখম করে। এসময় মিজান অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। এর পর বিএনপি সমর্থিতরা ওই এলাকার আরো শতাধিক লোক নিয়ে মিজানের বাড়িতে হামলা করে দুটি বসতঘর ভাংচুর করে ঘরে থাকা টাকা-স্বর্ণলংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল লুটে নেয়। এসময় প্রতিপক্ষের হামলায় আহত হয় বাড়িতে থাকা দেলোয়ারা বেগম (৪৫), নাছরিন আক্তার (২৩), শাবনুর (১৬), পূর্ণিমা (১৪), আরমান (২২),আবুল বাশার(৫০),বকুল বেগম (৫০), মুর্শিদা বেগম (৫০), বিউটি আক্তার (৩৫), মো:শিপন (৪৫)। এদের মধ্যে গুরুতর দেলোয়ারা বেগম ও মিজানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এবিষয়ে চরকাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, বিএনপি সমর্থিত কয়েকজন লোক বসতবাড়ির ভাংচুরের বিষয়টি আমি শুনেছি। কমলনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, চরকাদিরা ইউনিয়নে উক্ত ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |