ভূমির লিজ ৯৯ বছরে উন্নীতকরণ দাবীতে মানব বন্ধন
অসীম রায় (অশ্বিনী)
|
বান্দরবান বাজার ফান্ডের তৌজিভুক্ত ভূমির লিজ ১০ বছরের পরিবর্তে ৯৯ বছরে উন্নীতকরণ এবং গৃহ নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যাংক ঋণ পাওয়ার প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে জেলার সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছে। ০১ লা ডিসেম্বর বান্দরবান প্রেসক্লাব চত্বরে জেলার সাতটি উপজেলার বাজার ফান্ডের জায়গায় বসবাসরত নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন। বান্দরবানে বাজার ফান্ডের আওতাধীন ভূমির লিজের মেয়াদ ১০ বছর হওয়ায় বাসিন্দারা ব্যাংক ঋণ থেকে বঞ্চিত। এর ফলে গৃহ নির্মাণ ও ব্যবসা পরিচালনায় ব্যাপক বাধার সৃষ্টি হয়েছে। ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত বাজার ফান্ড প্রশাসনের মাধ্যমে এসব ভূমি বন্দোবস্ত দিয়ে গ্রাহকরা দীর্ঘদিন ব্যাংক ঋণের সুবিধা পেয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি জেলা প্রশাসন ও জেলা পরিষদের অভ্যন্তরীণ মতবিরোধের কারণে এ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বক্তারা আরও বলেন, ব্যাংকগুলোর পক্ষ থেকে নতুন ঋণ প্রদান ও পুরাতন ঋণ নবায়ন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও বাসিন্দারা। এতে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন চরমভাবে ব্যাহত হচ্ছে। মানববন্ধনে বক্তব্য দেন বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম, শফিকুল আলম বাবুল, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, ঠিকাদার জসিম উদ্দীন, সাংবাদিক আলাউদ্দিন শাহরিয়ারসহ অন্যান্যরা। মানববন্ধন শেষে আয়োজকরা বান্দরবানের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |