ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ ৯ মাঘ ১৪৩১
গাজীপুরে পুলিশের গাড়ি থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলো যুবদলের এক নেতা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 1 December, 2024, 11:40 PM

গাজীপুরে পুলিশের গাড়ি থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলো যুবদলের এক নেতা

গাজীপুরে পুলিশের গাড়ি থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলো যুবদলের এক নেতা

গাজীপুরে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে থানায় নেয়ার সময় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ এক যুবদল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩০নভেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বার বাড়ি এলাকায়।

ছিনিয়ে নেয়া যুবলীগ নেতা হলেন মো. রাজু আহমেদ। তিনি গাজীপুর সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি। আর যুবদল নেতা হলেন মামুন শিকদার। তিনি সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্র নিশ্চিত করেন, গাজীপুরের জয়দেবপুর থানার একটি মামলার আসামি রাজু। তাঁর অবস্থান জানতে পেরে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাহার উদ্দিন গতকাল অভিযান চালিয়ে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বার বাড়ি এলাকা থেকে ওই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে।

পরে তাঁকে থানায় নেয়ার জন্য পুলিশের গাড়িতে ওঠানো হয়। এ সময় যুবদল নেতা মামুন শিকদারের নেতৃত্বে কয়েকজন তাঁকে পুলিশের গাড়ি থেকে জোর করে নামিয়ে ছিনিয়ে নিয়ে যান। পরে ওই রাতেই যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা স্থানীয়দের মাঝে প্রকাশ হওয়ার পর মামুন শিকদারকে ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম ও সচিব রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, মামুন শিকদারকে সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে ৩ ডিসেম্বরের মধ্যে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদল শাখায় লিখিত জবাব দিতে বলা হয় নোটিশে।নোটিশে আরও উল্লেখ করা হয়, সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য যথাযথ জবাব প্রদান না করলে ভবিষ্যতে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে জানতে মো. রাজু আহমেদ ও মামুন শিকদারের মুঠোফোনে একাধিকবার ফোন করলে তাদের ফোন বন্ধ থাকার ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি। এ বিষয়ে শরিফুল ইসলাম বলেন, মামুন শিকদারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেটি দলের গঠনতন্ত্রের বিরোধী কাজ। তাঁর বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসামি ছিনিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম গণমাধ্যমকে বলেন, তাঁকে গ্রেপ্তার করার জন্য পুলিশ কাজ করছে। যুবদল নেতা মামুন ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status