বড়াইগ্রামে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল
নতুন সময় প্রতিনিধি
|
নাটোরের বড়াইগ্রামে তিরাইল বাজারে আজ রবিবার বিকালে অত্র এলাকার ইসকন বিরোধী মুসলিম জনতার উদ্যোগে চট্টগ্রামের ইসকনের সন্ত্রাসীদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নির্মমভাবে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি এবং ইসকনকে সন্ত্রাসী ও দেশবিরোধী সংগঠন হিসাবে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, খামারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা শিহাব উদ্দিন নাটোরী, মৌখারা মহিলা কলেজের প্রভাষক রবিউল করিম, তিরাইল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাজেদুর রহমান, নটাবাড়িয়া জামে মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম, তিরাইল বাজার জামে মসজিদে ইমাম মাওলানা সাইফুল ইসলাম, তিরাইল পূর্ব পাড়া মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাজগাঁও ইউনিয়নের আমির আবুল হাশেম, জামায়াতের যুব বিভাগের সভাপতি রাশিদুল ইসলাম, ছাত্রনেতা আশিকুর রহমানসহ এলাকায় বিভিন্ন শ্রেণী ও পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |