২১ আগস্ট মামলার রায়ে অপরাজনীতির অবসান ঘটেছে: কাজী শাহ আরেফিন
নতুন সময় প্রতিবেদক
|
গত ১৫ বছরে বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অপরাজনীতির যে চর্চা ছিল তার অবসান ঘটেছে আজ। বিগত জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত আমাদের প্রাপ্ত স্বাধীনতার সুফল আজকের ২১ আগস্ট গ্রেনেট হামলা মামলার রায়। জজ সাহেবরা সঠিক ও সত্য রায় দিতে সাহস করেছেন। হাইকোর্টের আপিল বিভাগের একটি যৌথ বেঞ্চে এই রায় প্রকাশের পর মামলার অন্যতম আসামি সাবেক মন্ত্রী বিএনপির ভাইস প্রেসিডেন্ট কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর ছোট ভাই কাজী শাহ আরেফিন প্রতিক্রিয়ায় উপরোক্ত মন্তব্য করেন। তিনি আরো বলেন, এ রায়ে আমাদের পরিবার অত্যন্ত আনন্দিত। এবার আমরা বাংলার প্রাণপুরুষ তারেক রহমানের দেশে আগমনের অপেক্ষায় আছি। তাঁর নেতৃত্বে ফ্যাসিস্ট মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। তিনি আরো বলেন, আজকের দিনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ ছাত্র জনতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি, তার সাথে আহত সকল বীর সেনাদের দ্রুত সুস্থতা ও তাদের পূনর্বাসন কামনা করছি।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |