|
জাহাঙ্গীরকন্যা
গ্রেনেড হামলা : আমার বয়স ১৭, বাবার জেলে থাকার বয়সও ১৭
নতুন সময় ডেস্ক
|
![]() গ্রেনেড হামলা : আমার বয়স ১৭, বাবার জেলে থাকার বয়সও ১৭ রোববার গ্রেনেড হামলায় আটক অভিযুক্তদের জামিন হয়েছে। এতে আটক জাহাঙ্গীর আলমেরও মুক্তি হয়। সাফাজ হুমাইরা বলেন, আমার বয়স যখন ৪মাস, আমি কথাও বলতে পারতাম না। আব্বুকে চিনতামও না, আব্বুকে চিনতামও না। তখন থেকে আমার আব্বু নাই। আমি জন্মের পর থেকে বাসায় কখনো আব্বুকে দেখিনি। হুমাইরা নিজের আনন্দ প্রকাশ করে বলেন, আমি যখন ক্লাস সিক্সে তখন একবার জেলখানায় আব্বুর সঙ্গে দেখা হয়েছে। এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আজ আমি অনেক খুশি। জাহাঙ্গীরের বোন দাবি করেন, তার ভাই ও বাবার নাম অন্য আসামির নাম-পরিচয়ের সঙ্গে মিল থাকায় তাকে ভুলভাবে গ্রেফতার করা হয়েছে। জাহাঙ্গীর আলম ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তার বাবার ব্যবসা দেখাশোনা করতেন। তাকে গ্রেফতারের পর একমাস গুম করে রাখা হয়েছিল। তারপর তাকে পাওয়া গেলে এতোদিন যাবত এই মামলা চলমান ছিল। প্রসঙ্গত, বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় রোববার দিয়েছেন হাইকোর্ট। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পেয়েছেন। সেই সঙ্গে মামলার অভিযোগপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এদিন বেলা ১১টার কিছু আগে শুরু হয় রায় পড়া। রায়ে সব আসামিকে খালাস দেন আদালত। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তাড়াশে চাঁদার দাবিতে সাবেক সেনা সদস্যকে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ
ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী বাপ্পি: নেতা নয় সেবক হতে এসেছি
পাইকগাছায় নদীতে ভেঙ্গে পড়া ব্রীজ বাঁশ দিয়ে চলাচলের উপযোগী করলেন বিএনপি জামায়াতের নেতৃবৃন্দ
১৫ নভেম্বর কক্সবাজার যুব সমাবেশ সফল করতে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা
