ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ ৯ মাঘ ১৪৩১
ঘাটাইলে বিয়ে পাগল পিতার অত্যাচারে অতিষ্ঠ পরিবার
মীর আলেয়া পারভীন, ঘাটাইল
প্রকাশ: Sunday, 1 December, 2024, 4:19 PM
সর্বশেষ আপডেট: Monday, 2 December, 2024, 4:38 PM

ঘাটাইলে বিয়ে পাগল পিতার অত্যাচারে অতিষ্ঠ পরিবার

ঘাটাইলে বিয়ে পাগল পিতার অত্যাচারে অতিষ্ঠ পরিবার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা গ্রামের ৬৫ বছর বৃদ্ধের বিরুদ্ধে ৫/৬ টি বিয়ে সহ স্ত্রী, সন্তান, পরিবার ও প্রতিবেশিদের নানা ভাবে হয়রানি ও অত্যাচারের অভিযোগ পাওয়া গেছে। মোঃ আবছার উদ্দিন মোগল বয়স সত্তুর ছুই ছুই। বিয়ে করেছেন ৫/৬ টি বর্তমানে একজন স্ত্রীও তার সংসারে নেই। সারা দিন জুয়া,মাদকের নেশায় মত্ত হয়ে থাকেন এমন অভিযোগ তার নিজ সন্তান হুমায়ুন মোগলের।হুমায়ুন জানান, আমার পিতা একজন নিষ্ঠুর ও পাষান হৃদয়ের মানুষ।নবাবার নেশা শুধু বিয়ে করা আর জুয়া খেলা। আমরা আগের ঘরের চার ভাই বোন সহ পরের ঘর মিলে ৬ ভাই বোন। আমিই এক মাত্র পুত্র সন্তান আমার বাবার। বাবা কোন দিন আমাদের খোঁজ খবর ও যত্ন করেনি। আমার বোনেরা গামেন্টন্স এ চাকুরী করে, মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে মানুষ করেছেন। বাবার কৃতকর্মের জন্য আমার মা তাকে ফেলে রেখে তালাক দিয়ে চলে যায় আমরা তখন অনেক ছোট।বাবা পুনরায় বিয়ে করলে সৎ মায়ের অনেক অত্যাচার সহ্য করে আমরা বড় হয়েছি। সুখ কি জিনিস আমরা আজও জানিনা। এতো দুঃখ কষ্ঠ নিয়ে কোন রকমে বেঁচে থাকলেও মনে কখনোই শান্তি পাইনা। বর্তমান সমাজে সন্তান পিতা-মাতাকে ভরন পোষন করেনা অথচ আমার বাবার সমস্ত ভরন পোষন, ছোট বোনের বিয়ে দেয়া সহ সংসারের যাবতীয় খরচ আমি বহন করি। বাবার জন্য লোক সমাজে মুখ দেখাতে পারিনা। ছোট আরও দুটি বোন কিভাবে বিয়ে দেব বুঝতে পারছিনা। এই বয়সে এসে বাবা আবার বিয়ের জন্য পাগল হয়েগেছে।বাবাকে বিয়ে করাইনা বলে শনিবার(৩০নভেম্বর) সকালে আমাদের থাকার এক মাত্র বসত ঘরটি কুড়াল দিয়ে কুপিয়ে ভেঙ্গে চুরমার করে দিয়েছে।আমরা এখন কোথায় থাকবো, কোথায় যাব বলতে পারছি না এ কথা বলেই কান্নায় ভেঙ্গে পড়েন এক মাত্র ছেলে হুমায়ুন মোগল।
হুমায়ুনের বড় বোন হেলেনা আক্তার বলেন,আমার মায়ের নামে যে বাড়ীভিটা ছিলো সেটা আমার একমাত্র ভাই হুমায়ুনকে লিখে দিয়েছেন আমার মা।বাবা একের পর এক বিয়ে ও জুয়া খেলে বলে আমার মাও বাবাকে রেখে চলেগেছে অনেক আগেই। বাবার অনেক দোষ আছে বাবার কারনে আমার শ্বশুর বাড়ীর লোকজন কোন দিন আমাদের বাড়িতে আসেনা। স্বামী সংসারের অনেক কথাই বাবার কারনে আমার সহ্য করতে হয়। আমরা চাই আমাদের বাবা যেন অন্য দশটা বাবার মত হয়।আমরা বাবার কাছে কিচ্ছু চাইনা শুধু বাবা ভালো থাকুন এটাই কামনা করি।
এ ব্যপারে সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন বাবু বলেন, লোকটা বেশ কয়েকটি বিয়ে করেছে তাছাড়াও তার বেশ কিছু খারাপ অভ্যাসও আছে। আমি নিজেও তার বিয়ের ছাড়াছাড়ি সংক্রান্ত বেশ কয়েকটি দরবার করেছি।অনেক সমস্যা লোকটির মধ্যে। তাছাড়া তার স্ত্রী,পুত্র পরিবার ও প্রতিবেশিদের সাথে খুব খারাপ আচরন করে লোকটার সঠিক বিচার হওয়া দরকার।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status