ঘাটাইলে বিয়ে পাগল পিতার অত্যাচারে অতিষ্ঠ পরিবার
মীর আলেয়া পারভীন, ঘাটাইল
|
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা গ্রামের ৬৫ বছর বৃদ্ধের বিরুদ্ধে ৫/৬ টি বিয়ে সহ স্ত্রী, সন্তান, পরিবার ও প্রতিবেশিদের নানা ভাবে হয়রানি ও অত্যাচারের অভিযোগ পাওয়া গেছে। মোঃ আবছার উদ্দিন মোগল বয়স সত্তুর ছুই ছুই। বিয়ে করেছেন ৫/৬ টি বর্তমানে একজন স্ত্রীও তার সংসারে নেই। সারা দিন জুয়া,মাদকের নেশায় মত্ত হয়ে থাকেন এমন অভিযোগ তার নিজ সন্তান হুমায়ুন মোগলের।হুমায়ুন জানান, আমার পিতা একজন নিষ্ঠুর ও পাষান হৃদয়ের মানুষ।নবাবার নেশা শুধু বিয়ে করা আর জুয়া খেলা। আমরা আগের ঘরের চার ভাই বোন সহ পরের ঘর মিলে ৬ ভাই বোন। আমিই এক মাত্র পুত্র সন্তান আমার বাবার। বাবা কোন দিন আমাদের খোঁজ খবর ও যত্ন করেনি। আমার বোনেরা গামেন্টন্স এ চাকুরী করে, মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে মানুষ করেছেন। বাবার কৃতকর্মের জন্য আমার মা তাকে ফেলে রেখে তালাক দিয়ে চলে যায় আমরা তখন অনেক ছোট।বাবা পুনরায় বিয়ে করলে সৎ মায়ের অনেক অত্যাচার সহ্য করে আমরা বড় হয়েছি। সুখ কি জিনিস আমরা আজও জানিনা। এতো দুঃখ কষ্ঠ নিয়ে কোন রকমে বেঁচে থাকলেও মনে কখনোই শান্তি পাইনা। বর্তমান সমাজে সন্তান পিতা-মাতাকে ভরন পোষন করেনা অথচ আমার বাবার সমস্ত ভরন পোষন, ছোট বোনের বিয়ে দেয়া সহ সংসারের যাবতীয় খরচ আমি বহন করি। বাবার জন্য লোক সমাজে মুখ দেখাতে পারিনা। ছোট আরও দুটি বোন কিভাবে বিয়ে দেব বুঝতে পারছিনা। এই বয়সে এসে বাবা আবার বিয়ের জন্য পাগল হয়েগেছে।বাবাকে বিয়ে করাইনা বলে শনিবার(৩০নভেম্বর) সকালে আমাদের থাকার এক মাত্র বসত ঘরটি কুড়াল দিয়ে কুপিয়ে ভেঙ্গে চুরমার করে দিয়েছে।আমরা এখন কোথায় থাকবো, কোথায় যাব বলতে পারছি না এ কথা বলেই কান্নায় ভেঙ্গে পড়েন এক মাত্র ছেলে হুমায়ুন মোগল। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |