আগামীতে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চাই : শফিকুর রহমান
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
জামায়েত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামীতে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চাই । সেই বাংলাদেশে মানুষে মানুষে থাকবে না কোন ভেদাভেদ । সকল ধর্ম বর্ণের মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করবে । সমাজের প্রতিটি মানুষের অধিকার আমরা নিশ্চিত করতে চাই । আজ বিকালে সাতক্ষীরা শহরের গণমুখী মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি নিয়ে কথা বলেন । দীর্ঘ ১৫ বছর পর জামাত ইসলামের রাজধানী নামে খ্যাত সাতক্ষীরার কর্মী সমাবেশ বিশাল জন সমুদ্রে পরিণত হয় । কর্মী সমাবেশ উপলক্ষে গণমুখী মাঠ দুপুরের আগেই কানাই কানাই পূর্ণ হয়ে যায় । শহরের প্রতিটি রাস্তায় মানুষের ভিড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে । সাতক্ষীরা জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদেদশ আব্দুল খালেক, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, সাবেক জেলা আমির মহাদ্দিস রবিউল বাসার প্রমূখ । ডাক্তার শফিকুর রহমান আরো বলেছেন, কয়েক হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় নিয়েছে । সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন বাংলার মাটিতে স্বৈরাচার দাঁত বসাতে না পারে । |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |