২৪ ঘন্টায় ৪৭ বাংলাদেশি নাগরিক আটক
দেলোয়ার কবীর, ঝিনাইদহ
|
ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর উপজেলার কয়েকটি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাতায়াত বেড়ে গেছে। গত ২৪ ঘন্টায় অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ ব্যাটালিয়ন সদস্য ৪৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করছে। এদের মধ্যে ১২জন নারি, ১৬টি শিশু এবং বাদবাকি ১৯জন পুরুষ রয়েছে। আটককৃতরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং এদের কেউকেউ এর আগেও ৫৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যদের হাতে আটক হয়েছিলেন বলে বিজিবি সূত্র জানায়। চলতি নভেম্বর মাসে ৩শ ৩১ জনকে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাতায়াতের সময় আটক করেছে বিজিবি। বিজিবি ৫৮ ব্যাটালিয়ন ইন্টেলিজেন্স শাখা জানায়, চলতি নভেম্বর মাসে ৩শ ৩১ জনকে এবং গত ৫ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ওই ব্যাটালিয়ন এলাকা থেকে ৮শ ৮৫ জন বাংলাদেশি, ২৮জন ভারতীয় এবং মায়ানমারের ২০ জন রোহিঙ্গা নাগরিকসহ মোট ৯শ ৩৩জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়। এদের মধ্যে একজন সাবেক মন্ত্রী, বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী, তিনজন জেলপলাতক আসামি, একজন আনসার সদস্য, একাধিক মামলার কয়েকজন আসামি এবং একজন ভারতীয় পুলিশ সদস্য রয়েছেন। ফটো ক্যাপসন: ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাতায়াতকালে বিজিবি ৫৮ ব্যাটালিয়ন সদস্যদের হাতে আটক বাংলাদেশি নাগরি দেও কয়েকজন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |