ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২ ডিসেম্বর ২০২৪ ১৬ অগ্রহায়ণ ১৪৩১
প্রবাসীর স্ত্রী হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, ঘাতক গ্রেপ্তার
মোঃ সায়েদুর রহমান, মানিকগঞ্জ
প্রকাশ: Saturday, 30 November, 2024, 3:44 PM

প্রবাসীর স্ত্রী হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, ঘাতক গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রী হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, ঘাতক গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইরে সৌদি প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ অভিযুক্ত পরকীয়া প্রেমিক মাহদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতোর তথ্য মতে তানিয়ার মোবাইল ফোন, হত্যায় ব্যবহৃত ওড়না এবং সার্জিক্যাল হ্যান্ডগ্লাভস উদ্ধার করা হয়।

শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেস।

জানা যায়, মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ বশির আহমেদের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস্) সুজন সরকারের তথ্য প্রযুক্তিগত সহায়তায়, সিংগাইর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল হাসান এবং সিংগাইর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিপিএম, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ মাসুদুর রহমান সহ অন্যান্য অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত চৌকশ অভিযানিক টিম উক্ত ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনের লক্ষ্যে তথ্য প্রযুক্তি ব্যবহারসহ বিশ্বস্ত সোর্সের সহায়তায় মামলা রুজুর দিনের মধ্যেই ২৮ নভেম্বর ঢাকা জেলার সাভার থানা  ডগরমোরা এলাকায় অভিযান পরিচালনা করে এই ক্লুলেস হত্যা মামলার হত্যাকান্ডের সাথে জড়িত ডিসিস্ট তানিয়া আক্তারের পরকিয়া প্রেমিক আসামী মোঃ মাহদী হাসান(৩১) কে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত  মাহাদী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার কৌতেরকান্দি এলাকার মোঃ বাবুল মিয়ার ছেলে।

 ২৫ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮ টার মধ্যে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।  জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তানিয়ার সঙ্গে তার পরিচয় হয় মাহদী হাসান নামের এক যুবকের।  মোবাইল ফোনের পরিচয়ের মাধ্যমে তাদের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক জানাজানি হলে উভয়ের পরিবার আপত্তি জানায়। এদিকে, তানিয়ার একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কের খবর জানতে পেরে ক্ষুব্ধ হয়ে প্রেমিক মাহদী ২৫ নভেম্বর রাতে, জন্মদিনের কেক নিয়ে তিনি তানিয়ার বাড়িতে আসেন। পরে তানিয়াকে বাথরুমে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করেন। তানিয়ার গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনার পরেরদিন তানিয়ার বাবা মো. আবুল হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেস জানান, দ্রুত সময়ের মধ্যে অপরাধী শনাক্ত ও গ্রেফতার করে। গ্রেফতার মাহদী হাসানকে আজ আদালতে সোপর্দ করা হবে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status