ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ১৫ অগ্রহায়ণ ১৪৩১
নোয়াখালীতে সিএনজির বাড়তি ভাড়া আদায়,যাত্রীদের মাঝে বাড়ছে ক্ষোভ
শাহাদাত হোসেন , নোয়াখালী
প্রকাশ: Saturday, 30 November, 2024, 3:41 PM

নোয়াখালীতে সিএনজির বাড়তি ভাড়া আদায়,যাত্রীদের মাঝে বাড়ছে ক্ষোভ

নোয়াখালীতে সিএনজির বাড়তি ভাড়া আদায়,যাত্রীদের মাঝে বাড়ছে ক্ষোভ

নোয়াখালীর বসুরহাট থেকে দাগনভুইয়া আঞ্চলিক মহাসড়কে গত ঈদুল ফিতরের পর থেকে চলেছ সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নিয়ে চালকদের নৈরাজ্য। বাড়তি ভাড়া আদায় নিয়ে যাত্রীদের চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজমান। 

বসুরহাট থেকে দাগনভূঞা ৭.৭ কিলোমিটার দূরত্বের পূর্বে আগে যাওয়ার ভাড়া ছিল জনপ্রতি ২০টাকা। কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই এখন মাথাপিছু আদায় করা হচ্ছে দিনে ৩০-৪০টাকা, রাতে আদায় করা হচ্ছে ৫০-৬০ টাকা। সন্ধ্যার পর থেকে রাত যত বাড়তে থাকে ততই বাড়তি ভাড়া আদায় করেন চালকরা।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নিন্দার ঝড়! প্রতিনিয়ত চালকদের সঙ্গে যাত্রীদের হাতাহাতি ও গালাগালির ঘটনা ঘটছে। অনেকে ফেইসবুকে লাইভে এসে বাড়তি ভাড়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন রুটে অঘোষিতভাবে নিজেদের ইচ্ছামত ভাড়া আদায় করছেন চালকেরা। হাতেগোনা কয়েকটি যাত্রীবাহী বাস ছাড়া জেলা সদরে দ্রুত যোগাযোগের একমাত্র মাধ্যম সিএনজি চালিত অটোরিকশা।

কয়েকজন নিয়মিত যাতায়াত করা যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন,কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়া ঈদুল ফিতরের পর থেকে কোম্পানীগঞ্জ উপজেলার প্রত্যেকটি রুটে জনগণকে জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করছেন। বিষয়টি যেন দেখার কেউ নেই। এ ব্যাপারে তারা ভোক্তা অধিকার অধিদপ্তর সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বাড়তি ভাড়া আদায় নিয়ে প্রতিনিয়ত যাত্রীদের সঙ্গে চালকদের অপ্রীতিকর ঘটনা ঘটে চলছে। চালকদের লাগাম টেনে ধরার যেন কেউ নেই। চালকদের গলাকাটা ভাড়া আদায় থামাতে প্রশাসনের হস্তক্ষেপ,এবং যাত্রীদের কথা বিবেচনা করে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status