ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২ ডিসেম্বর ২০২৪ ১৬ অগ্রহায়ণ ১৪৩১
এবার সৌদি আরবে যাচ্ছে মেহজাবীনের সিনেমা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 12 November, 2024, 12:08 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 13 November, 2024, 5:53 PM

এবার সৌদি আরবে যাচ্ছে মেহজাবীনের সিনেমা

এবার সৌদি আরবে যাচ্ছে মেহজাবীনের সিনেমা

ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বর্তমানে নাটকের গণ্ডি পেরিয়ে সিনেমা-ওটিটি নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। একের পর এক ভিন্নধর্মী গল্প আর চরিত্রে প্রতিনিয়ত দর্শকের নজর কাড়ছেন মেহজাবীন। সেসব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নানান দেশেও।

মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’। বর্তমানে সিনেমাটি নিয়ে বিশ্বের নানান দেশের উৎসবে অংশ নিচ্ছেন তিনি। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশে ঘুরে এসেছে এটি। প্রশংসাও কুড়িয়েছে বেশ। এবার সিনেমাটি নিয়ে মেহজাবীনের যাত্রা সৌদি আরবে।

গেল সেপ্টেম্বরে ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ‘সাবা’র। এরপর অক্টোবরে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হয় এটি।


কানাডা, দক্ষিণ কোরিয়া ঘুরে এবার সৌদি আরবে যাচ্ছে ‘সাবা’। দেশটির রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি।
উৎসবটির চতুর্থ আসরে বিশ্বের ৮১টি দেশ থেকে চলতি বছর ১২০টি সিনেমা প্রদর্শনীর জন্য অফিশিয়ালি নির্বাচিত হয়। আগামী ৫ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের জেদ্দায় চলবে উৎসবটি।

‘সাবা’র সৌদি আরব সফরের বিষয়টি ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে রেড সি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সুখবরটি দেন মেহজাবীন নিজেও।
এ ছাড়া মেহজাবীনের এই সিনেমাটি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া অল্টারনেটিভ ফিল্ম অ্যাওয়ার্ড অ্যান্ড ফেস্টিভালেও নির্বাচিত হয়েছে। আগামী ২২-২৯ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অঙ্গনে মেহজাবীনের ‘সাবা’ প্রদর্শিত হলেও সিনেমাটি দেশে মুক্তি পাবে ২০২৫ সালে। এটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। মেহজাবীন ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচীসহ অনেকেই।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status