ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২ ডিসেম্বর ২০২৪ ১৬ অগ্রহায়ণ ১৪৩১
অবৈধ খরছি জালে মেঘনা দখল ,জীবিকা সংকটে সাধারণ জেলেরা
মোঃএমরান হোসেন, কমলনগর
প্রকাশ: Thursday, 7 November, 2024, 5:53 PM

অবৈধ খরছি জালে মেঘনা দখল ,জীবিকা সংকটে সাধারণ জেলেরা

অবৈধ খরছি জালে মেঘনা দখল ,জীবিকা সংকটে সাধারণ জেলেরা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে জেগে ওঠা নতুন চর গুলোর চারপাশে খুঁটি পুঁতে মাছ ধরছেন প্রভাবশালী জেলেরা।

 মেঘনা নদীর প্রায় ৩০০ থেকে ৪০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে অবৈধ খরছি জালে মাছ ধরছে প্রভাবশালী একটি মহল।

এতে স্থানীয় তিন থেকে চার হাজার সাধারণ জেলে মাছ ধরতে মেঘনায় নামতে পারছেননা বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, মাছ ধরতে নদীতে জাল পেলতেই পুঁতে রাখা খরছি জালের খুটিতে লেগে সকল জাল ছিড়ে যায়। এতে নিঃস্ব হয়ে পরিবারের খরচ যোগাতে সাধারণ জেলেরা পড়ছেন চরম জীবিকা সংকটে । এ নিয়ে সাধারণ জেলেদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে,যে কোন সময় সহায় সম্ভলহীন সাধারণ জেলেদের খরছি জাল মালিকদের সাথে সংঘাতের ঘটনা ঘটতে পারে। তারা এ খরছি জালের মালিকদের দৌরাত্ম্য থেকে মুক্তি পেতে প্রশাসন ও বাংলাদেশ সেনা বাহিনীর কঠোর হস্তক্ষেপ দাবি করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু সাধারণ জেলে বলছেন, উপজেলার দায়িত্বশীল কিছু রাজনৈতিক ব্যাক্তির ছত্র ছায়ায় এই প্রভাবশালী জেলেরা নদীর জলসীমানার চারপাশে খুঁটি পুঁতে মাছ ধরছে। এ খুঁটির বেড়ার চারপাশে জাল বাঁধা থাকে। জোয়ারে নদী টইটম্বুর হলে খুঁটির সঙ্গে বাঁধা জাল ওপরে তুলে বেঁধে দেওয়া হয়। ভাটায় পানি কমলে বেড়ার মধ্যখানে জাল টেনে মাছের রেণু-পোনাসহ সব ধরা হচ্ছে। এ প্রক্রিয়ায় মাছ শিকার সম্পূর্ণ অবৈধ।

এ ব্যপারে উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, মেঘনায় খরছি জাল বন্ধে শীঘ্রই অভিযান পরিচালিত হবে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status