২৪ আর্টিলারি বিগ্রেড গুইমারা রিজিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 7 November, 2024, 5:34 PM
২৪ আর্টিলারি বিগ্রেড গুইমারা রিজিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খাগড়াছড়ি জেলার গুইমারায় ২৪ আর্টিলারি বিগ্রেড গুইমারা রিজিয়নের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বার) দিবসটি উপলক্ষে রিজিয়ন সদর দপ্তর ছিলো সাজ সাজ রব। দুপুরে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়ে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলামের হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন রিজিয়ন কমান্ডার।
এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মোঃ আমান হাসান, এসপিপি. এনডিসি. পিএসসি।
আরও উপস্থিত ছিলেন, বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান, খাগড়াছড়ির সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া, জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামান, পুলিশ সুপার আরিফিন জুয়েল প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার, মাটিরাঙ্গা জোন কমান্ডার, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তকসহ সেনাবাহিনী ও বিজিবির পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক এবং সুশিল সমাজের প্রতিনিধিরা।