আদালতে আমুর বক্তব্যে উত্তেজনা, আইনজীবীকে পিটুনি
নতুন সময় প্রতিবেদক
|
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বিরুদ্ধে করা হত্যা মামলায় রিমান্ড শুনানিতে অন্য আইনজীবীদের মারধরের শিকার হয়েছেন তার আইনজীবী। পিটুনির শিকার ওই আইনজীবী নিজেই এই অভিযোগ করেছেন। সেই সঙ্গে এ ঘটনার বিচার চেয়েছেন। এছাড়া আমুর এক বক্তব্যে বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দিলেও পরে পিপির হস্তক্ষেপে তারা শান্ত হন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |