ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
৭ মার্চ, বঙ্গবন্ধু ও বিচারাঙ্গন প্রসঙ্গে বাংলাদেশ জাসদের বিবৃতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 18 October, 2024, 5:25 PM

৭ মার্চ, বঙ্গবন্ধু ও বিচারাঙ্গন প্রসঙ্গে বাংলাদেশ জাসদের বিবৃতি

৭ মার্চ, বঙ্গবন্ধু ও বিচারাঙ্গন প্রসঙ্গে বাংলাদেশ জাসদের বিবৃতি

ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৪ নভেম্বর সংবিধান দিবসকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি ও মর্যাদা বাতিলের সিদ্ধান্ত এবং আদালত প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিত ঘটনাবলীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাসদে ।

শুক্রবার (১৮ অক্টোবর) দলটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

সম্প্রতি সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ৭ মার্চ, ৪ নভেম্বর সম্পর্কে নানা মন্তব্য এবং দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাবলীর প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে।

আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে, শেখ হাসিনা তথা আওয়ামী লীগের স্বৈরশাসন ও ফ্যাসিবাদী দুঃশাসনের কারণে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ৪ নভেম্বরে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের গুরুত্ব নষ্ট হয়ে যায় না। সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এ সম্পর্কে মন্তব্য করার সময় এ বিষয়ে আরো যত্নশীল ও মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রাম বিষয়ে জাতির গৌরববোধকে সম্মান দেবেন বলে আমরা আশা
করি।

সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কতিপয় দাবিতে একদল আইনজীবী ও ছাত্রদের বিক্ষোভ ও আল্টিমেটাম প্রদানের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। 

বিচারপতিদের সম্পর্কে কোনো অভিযোগ থাকলে তা নিরসনের জন্য নিয়মতান্ত্রিক পথ অনুসরণ না করে গণজমায়েতের চাপ প্রয়োগ বিচার বিভাগের ক্ষয়িষ্ণু অবস্থাকে মুমূর্ষু করে তুলবে।আমরা আশা করি গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈষম্যবিরোধী ছাত্র সমাজ অনুকূল পরিবেশ সৃষ্টিতে এগিয়ে আসবেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status