পূজা এলেই নিজেকে কেন একা লাগে অপু বিশ্বাসের
নতুন সময় ডেস্ক
|
শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। চারদিকে উৎসবের আমেজ চলছে। এ উৎসব উদযাপনে ব্যস্ত রয়েছেন সবাই। এমনকি এ উৎসবেই মিলেমিশে একাকার বিনোদন জগতের তারকারাও। ব্যতিক্রম নন ঢালিনউড অভিনেত্রী অপু বিশ্বাসও। এ বছরের পূজা কোথায়, কেমন কাটছে তা জানিয়েছেন এ অভিনেত্রী । ঢাকাতেই আছেন অপু বিশ্বাস। এবার তিনি ঢাকাতেই পূজা উদযাপন করছেন। তিনি বলেন, পূজায় সাজপোশাকে ট্র্যাডিশনাল বিষয়টি থাকে। কারণ পূজা ট্র্যাডিশনাল একটি বিষয়। পূজার বিকালগুলো পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করছি। জয়কে নিয়ে এবার অনেক আনন্দ করছি। ওকে নিয়েই এবারের সব পরিকল্পনা। তবে একবুক হতাশা নিয়ে অপু বলেন, এখন আসলে পূজা এলেই মন খারাপ থাকে। এখনকার পূজা আর আগের মতো খুশি খুশি লাগে না। মন খারাপ থাকার কারণ কী? জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, মা নেই বলে পূজা এলে মনটা কালো মেঘের মতো অন্ধকার হয়ে যায়। নিজেকে খুব একা একা লাগে। মায়ের জন্য আজকের আমি। তার ভালোবাসা, আদর ও অনুপ্রেরণা ছিল বলেই এতদূর আসতে পেরেছি। সেই মা নেই। তাকে ছাড়া পূজার আনন্দ কোনো দিন হবে না। মাকে প্রতিদিনই মনে পড়ে। তবে পূজার সময় বেশি মনে পড়ে। অপু বিশ্বাস বলেন, ছোটবেলার পূজা অনেক সুন্দর ছিল। অনেক পরিকল্পনা থাকত, আনন্দ থাকত। সারাবছর অপেক্ষায় থাকতাম, কখন পূজা আসবে। এখনকার পূজার সঙ্গে তখনকার সেই তুলনা চলে না। এখন সব দিন একই রকম হয়ে গেছে। পেশাগত ব্যস্ততা আর পূজার ব্যস্ততা— এক হয়ে গেছে। উল্লেখ্য, অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হন এ নায়িকা। এরপর থেকেই ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে থাকেন অপু। কারণ তখন শাকিব খান মানেই অপু বিশ্বাস। সমালোচকদের মতে, সালমান শাহ ও শাবনূরের পর এতটা সফল কোনো জুটি আসেনি। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায় অপু বিশ্বাসের। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |