ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
অনেক স্বপ্ন চোখে নিয়ে নতুন সংসার শুরু করি, কিন্তু বিয়ের পর খুব একা হয়ে গিয়েছি…
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 October, 2024, 6:57 PM

অনেক স্বপ্ন চোখে নিয়ে নতুন সংসার শুরু করি, কিন্তু বিয়ের পর খুব একা হয়ে গিয়েছি…

অনেক স্বপ্ন চোখে নিয়ে নতুন সংসার শুরু করি, কিন্তু বিয়ের পর খুব একা হয়ে গিয়েছি…

বিয়ের পরে সুন্দর সম্পর্কের স্বপ্ন দেখেন প্রত্যেক মহিলা। সুখে সংসার করতে চান। কিন্তু সব সময়ে তাঁদের ইচ্ছা পূরণ হয় না। কারও কারও জীবন অত্যন্ত অন্ধকার হয়ে ওঠে। এই মহিলার জীবনেও এমনই পরিবর্তন দেখা দিয়েছে। লিখে পাঠালেন সেই কথা, যেটি পড়ে আপনার চোখেও জল আসবে।

"প্রত্যেক মহিলা অনেক বিয়ের সময়ে অনেক স্বপ্ন দেখেন। স্বামীর হাত ধরে নতুন বাড়িতে আসার সময়ে বেশ কিছু ইচ্ছাও তাঁদের মনে থাকে। কারও সেই স্বপ্ন এবং আশাপূরণ হয় ঠিকই, কিন্তু অনেকেই বড্ড একলা হয়ে যান। নতুন পরিবারে এসে তাঁদের পুরনো পরিচয়টাও যেন হারিয়ে যায়। আজকাল আমার অবস্থাও ঠিক সেরকমই। পছন্দের মানুষকে বিয়ে করার সময়ে ভেবেছিলাম, এবার জীবনটা বদলে যাবে! ঠিকই ভেবেছিলাম, জীবন বদলে তো গিয়েছেই। কিন্তু এই পরিবর্তনটা আমি চাইনি।

মনের কথা জানানোর মতো কোনও মানুষ আমার পাশে নেই। তাই সব কথা লিখে পাঠালাম। হয়তো এতেই আমার মনের ভার কিছুটা কমবে। (ছবি প্রতীকী, সৌজন্য-istock)
  
বিয়ের আগে সঙ্গীর সঙ্গে অনেক কথাই হয়েছিল। আমরা ভবিষ্যৎ পরিকল্পনাও করে রেখেছিলাম। কী ভাবে সংসার সাজাব, কী ভাবে টাকা-পয়সা সঞ্চয় করব, এসব আলোচনা হত। ওর এসব কথায় আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু বিয়ের পরে ও যেন বদলে গেল। তখন আমি দেখলাম, বিয়ের পরে সে তার বাবা-মাকে নিয়েই ব্যস্ত। ওর পরিবারে যেন আমার কোনও অস্তিত্বই নেই।

আমি অফিসে যাই, নিজের মতো কাজ করি। কিন্তু বাড়ি ফিরে গল্প করার মতো কেউ পাশে থাকে না। আমার শাশুড়ি নিজের বন্ধু-বান্ধব নিয়ে ব্যস্ত থাকেন। আর স্বামীও আড্ডা দিতে চলে যায়। এদিকে আমি একা ঘরে বসে থাকি। প্রথম প্রথম আমি বিষয়টা মেনে নিয়েছিলাম। কিন্তু এখন আর তা মেনে নেওয়া সম্ভব হয় না। আমার খুবই খারাপ লাগে

শ্বশুরবাড়িতে কোনও কিছুতেই আমার মতামত নেওয়া হয় না। যেন আমি সেই বাড়িতে ব্রাত্য। মাঝে মাঝে মনে হয়, এই বাড়িতে আমি কয়েকদিনের অতিথি! শুধু প্রয়োজনে সেই বাড়ির লোকজন আমার সঙ্গে কথা বলেন। কিন্তু কাজ ফুরিয়ে গেলে তাঁরা আমাকে আর চিনতে পারেন না। এমন দেখে আমি মানসিক ভাবে ক্লান্তবোধ করি।

স্বামীর সঙ্গে প্রথম প্রথম এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। এমনকী ওর কাছে সন্ধ্যায় কয়েক ঘণ্টা সময়ও চেয়েছিলাম। কিন্তু ও আমার কোনও কথায় গুরুত্ব দেয়নি। আমাদের মধ্য়ে সেই বন্ধুত্বটাও যেন আর নেই! আজকাল আমি বড্ড একা হয়ে পড়েছি। মনের কথা বলার মতো কোনও মানুষ পাশে নেই। পুরনো পরিচয়টাও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই নতুন মানুষটা আমার কাছে বড্ড অচেনা।

জানি না ভবিষ্যৎ কী, কিন্তু আপাতত আমি জীবনটাকে অন্যভাবে সাজাতে চাই। নিজেকে নতুন করে ভালোবাসতে চাই। কারণ আমি যদি নিজেকে না ভালোবাসি, তাহলে আমাকে ভালোবাসার আর কেউ নেই।"

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status