ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
সোনারগাঁ উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাটি মরনফাঁদে পরিণত
তৌরব হোসেন,সোনারগাঁও
প্রকাশ: Sunday, 6 October, 2024, 5:46 PM

সোনারগাঁ উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাটি মরনফাঁদে পরিণত

সোনারগাঁ উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাটি মরনফাঁদে পরিণত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার থানারোড চৌরাস্তা মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে বৈদ্যের বাজার ঘাট পর্যন্ত রাস্তার বেহাল দশা। 

বেহাল দশা রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে।বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে, ভাঙ্গা রাস্তায় পানি জমে থাকলে কোথায় গর্ত আছে সেটা দেখা যায় না। যার ফলে প্রতিদিন এক্সিডেন্ট এর শিকার হয় অনেক গাড়ি, এতে করে গুরুতর আহত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হন। বিশেষ করে এই রাস্তায় ইজিবাইক গুলো অনেক বেশি এক্সিডেন্ট করে।

এলাকাবাসীর অভিযোগ, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডখ্যাত এ সড়কটি দেখার কেউ নেই। এটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের (সওজ) আওতাধীন এ সড়কটিতে গত এক মাসে বিভিন্ন যানবাহন উল্টে প্রায় শতাধিক যাত্রী ও চালক আহত হয়েছেন। গত সরকারের আমলে জোড়াতালি দিয়ে কিছু সংস্কার করা হয়। তবে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় টানা বৃষ্টির পানি জমে সড়কের বিটুমিন ও খোয়া উঠে গেছে। অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। সড়কটির দ্রুত সংস্কারের দাবি করে প্রশাসনের ঊর্ধ্বতন মহলে আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি।

মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে বৈদ্যের বাজার ঘাট পর্যন্ত রাস্তাটি অনেক স্থানেই গর্ত হয়ে গিয়েছে, আবার কিছু কিছু স্থানের রাস্তার পিচ্ সরে গিয়ে সব দিকে গর্ত হয়ে বিপদজনক অবস্থায় রুপ নিয়েছে! এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে! এ রাস্তা দিয়ে রয়েছে থানা এবং উপজেলা পরিষদ সরকারি হাসপাতাল, রেজিস্ট্রি অফিস ইত্যাদি! রাস্তাটি মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড থেকে বৈদ্যের বাজার ঘাট পর্যন্ত, আবার উদ্ববগঞ্জ থেকে বারদী আশ্রম পর্যন্ত প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত! এ রাস্তার আশেপাশে বেসরকারি বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে দিনে এবং রাতে মুহূর্তে মুহূর্তে বড় বড় ট্রাক বিশাল লড়ি চলাচলের কারণে রাস্তার অবস্থা দিন দিন মৃত্যুকুপে পরিণত হয়েছে। পুরো রাস্তা টি ঢালাই বা মেরামত না করার কারণে আরো বেশি দুর্ঘটনা শিকার হচ্ছে সাধারণ জনগণ! রাস্তাটি বেহাল অবস্থার কারণে যানবাহন খরচ ডাবল হয়ে যাচ্ছে। এই রাস্তাটি সোনারগাঁ বাসির জন্য অনেক গুরুত্বপূর্ণ।

প্রায় চারটা ইউনিয়নের জনগণ এই রাস্তা দিয়ে যাতায়াত করে! এ রাস্তা দিয়ে যেতে হয় থানায়, উপজেলা পরিষদ, বৈদ্যের বাজার ঘাট ও লোকনাথ আশ্রম উৎসবে এই রাস্তা দিয়েই বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা যাতায়াত করে! অনেকবার এ রাস্তা নিয়ে নিউজ করার পরও স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি আমলে নেয়নি। বর্তমানে জনসাধারণের জন্য রাস্তাটি বিপজ্জনক হয়ে পড়েছে যোগাযোগের জন্য অন্যতম মাধ্যম হচ্ছে রাস্তা!

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সোনারগাঁ উপজেলা প্রকৌশলী রেজাউল হক জানান, সড়কটি সওজের অধীনে থাকায় সংস্কারের বিষয়ে এলজিইডির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, গুরুত্বপূর্ণ সড়কের এমন অবস্থা খুবই দুঃখজনক। আমি এ উপজেলায় নতুন এসেছি। তবে সড়কটি যেন দ্রুত সংস্কার করা হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে।

জনসাধারণের দুঃখ দুর্দশা কথা চিন্তা করে রাস্তাটি পুনরায় মেরামত করার জোর দাবি জানাচ্ছে স্থানীয় জনসাধারণ ও সোনারগাঁ পৌরবাসী।রাস্তাটি মেরামত করার জন্য প্রশাসন এবং দায়িত্বে থাকা জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status