ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ অক্টোবর ২০২৪ ২০ আশ্বিন ১৪৩১
কলেজ ছাত্র ইমন হত্যায় সাবেক কাউন্সিলর জলিল খান গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 October, 2024, 1:12 PM
সর্বশেষ আপডেট: Saturday, 5 October, 2024, 1:56 PM

কলেজ ছাত্র ইমন হত্যায় সাবেক কাউন্সিলর জলিল খান গ্রেপ্তার

কলেজ ছাত্র ইমন হত্যায় সাবেক কাউন্সিলর জলিল খান গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় পৌর আওয়ামী লীগের সহসভাপতি সাবেক কাউন্সিলর আব্দুল জলিল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পোষ্টকামুরী চড়পাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাবেক সাংসদ খান আহমেদ শুভর নেতৃত্তাধীন পৌরসভা উন্নয়ন কমিটির সভাপতি।

এর আগে বুধবার রাতে একই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে মির্জাপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আরিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গোড়াই হাইওয়ে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় পুলিশের গুলিতে কলেজ ছাত্র ইমন নিহত হয়।

এ ঘটনায় ইমনের বড় ভাই সুমন বাদী হয়ে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও সাবেক ৭ সংসদ সদস্যসহ ১৫৭ জনের নাম

উল্লেখসহ ৪০০/৫০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ হত্যা মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে আব্দুল জলিল খান ও আরিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, কলেজ ছাত্র ইমন হত্যা মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে তাদের গ্রেপ্তার করার কথা স্বীকার করে বলেন, তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছেন।


� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status