গুলিবিদ্ধ গোবিন্দ, আইসিইউতে ভর্তি
নতুন সময় ডেস্ক
|
নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এক কালের জনপ্রিয় এ অভিনেতা। স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে ৪টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এএনআই। গোবিন্দের ম্যানেজার শশী সিংহ আনন্দবাজারকে জানান, ‘কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। বাড়ি থেকে বের হওয়ার আগে ব্যক্তিগত পিস্তলটি রাখতে গেলে সেটি হাত থেকে মাটিতে পড়ে গিয়ে দুর্ঘটনাবশত গুলি বের হয়ে যায়। এতে গোবিন্দের পায়ে গুলি লাগে।‘ তিনি আরও জানান, বাসার কাছেই একটি হাসপাতালে নেওয়া হয় গোবিন্দকে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বের করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভাল আছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আনন্দবাজার আরও জানিয়েছে, পায়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় আপাতত, আইসিইউতে ভর্তি রয়েছেন গোবিন্দ। চিকিৎসকদের এক বিশেষ দল তাঁর চিকিৎসা করছেন। এদিকে এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গোবিন্দর বন্দুকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করবে জানিয়েছে পুলিশ। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |