ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪ ২৩ আশ্বিন ১৪৩১
কী কারণে ‘টাইটানিক’ করতে চাননি কেট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 October, 2024, 12:05 PM

কী কারণে ‘টাইটানিক’ করতে চাননি কেট

কী কারণে ‘টাইটানিক’ করতে চাননি কেট

সিনেমার মাধ্যমে এ কেট-লিও জুটি দারুণভাবে জনপ্রিয়তা লাভ করে তাদের প্রেমের গল্প আজও বিশ্বের প্রতিটি দর্শকের হৃদয়ে গেঁথে রয়েছে।

কিন্তু এত সফল একটি সিনেমার শুটিং চলাকালীন সময়েই নাকি নায়িকা কেট এ সিনেমাত থেকে সরে যেতে চেয়েছিলেন। কিন্তু কেন!

লসঅ্যাঞ্জেলস টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কেট বলেছিলেন, ‘টাইটানিক’র শুটিং চলাকালীন প্রচণ্ড ঠাণ্ডায় আক্রান্ত ছিলাম। সেই অবস্থাতেই শুটিংয়ে আমাকে দীর্ঘ সময় পানিতে ডুবে থাকতে হয়েছিল। এর ফলে আমি ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার মত রোগে আক্রান্ত হয়েছিলাম। যা আমাকে প্রায় জীবন-মৃত্যুর সন্নিকটে নিয়ে গিয়েছিল!’

সাক্ষাৎকারে তিনি আরও জানান, শুটিং সেটে কেটকে একটি ওয়েটস্যুটও পরতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেটি পরতে অস্বীকৃতি জানান এবং সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে নির্মাতা জেমস ক্যামেরন তাকে কনভেন্স করেন, যেন সিনেমাটি ছেড়ে না যান!বিশ্ববাসীর মন নাড়িয়ে দেওয়া এ ‘টাইটানিক’ পৃথিবীর সবচেয়ে সফলতম চলচ্চিত্রগুলোর মধযে অন্যতম। জেমস ক্যামেরনের পরিচালনায় এ সিনেমাটি প্রযোজনা করেছিল টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স। এটি প্রথম সিনেমা যা বক্স অফিসে ১ বিলিয়নের মাইলফলক অতিক্রম করার ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status