কাজিপুরে সামাজিক সুরক্ষায় লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সাথে বৈঠক
নতুন সময় প্রতিবেদক
|
সিরাজগঞ্জের কাজিপুরে সামাজিক সুরক্ষায় লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধের লক্ষে ধর্মীয় নেতাদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার কাজিপুর ৫ তলা বিশিষ্ট আধুনিক রেস্ট হাউজ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত সভায় উপজেলার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও কাজিপুর শিব মন্দিরের পুরোহিতগণ অংশ নেন। বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র কাজিপুর শাখার আয়োজনে অনুষ্ঠানে নারীদের অগ্রগতির পথে সকল প্রতিবন্ধকতা দূরীকরণের উপর গুরুত্ব দেয়া হয়।অনানুষ্ঠানিক খাতে কর্মরত সমাজের নারীদের সামাজিক সুরক্ষা কর্মসূচির সহায়তাপ্রাপ্তি নিশ্চিতকরণের উপর গুরুত্বারোপ করা হয়। মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নারীদের অগ্রযাত্রাকে কিভাবে ত্বরান্বিত করে সে বিষয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনায় লিঙ্গভিত্তিক যেকোন সহিংসতাকে পরিহার করে সমতার ভিত্তিতে নারী শ্রমিকদের এগিয়ে নিলে দেশও এগিয়ে যাবে বলে জানান অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের ডেপুটি এরিয়া কোর্ডিনেটর ইমাদ হাসান।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |