ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
ডেঙ্গুতে এ মাসেই ৫০ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 September, 2024, 9:43 PM

ডেঙ্গুতে এ মাসেই ৫০ জনের মৃত্যু

ডেঙ্গুতে এ মাসেই ৫০ জনের মৃত্যু

এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর বিস্তারের মধ্যে গত কয়েকদিন ধরে মৃত্যুও দেখছে দেশ; একদিনে এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

চলতি সেপ্টেম্বরে বছরের আগের যে কোনো মাসের চেয়ে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়েছে। এ সময় মৃত্যুও হয়েছে বেশি।

সেপ্টেম্বরের ২৩ দিনে ১২ হাজার ৮৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ৫৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে আরও ৮০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

নতুন ভর্তি রোগীদের নিয়ে বাংলাদেশে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৭০১ জনে। এ বছরে এখন পর্যন্ত প্রাণ গেছে ১৩৬ জনের।

গত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৭৯ জন, ঢাকা বিভাগে ১৯৭ জন, ময়মনসিংহে ২৭ জন, চট্টগ্রামে ১২৬ জন, খুলনায় ৬১ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ১৭ জন, বরিশালে ৫৫ জন এবং সিলেট বিভাগে ২ রোগী ভর্তি হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২৮৫৫ জন রোগী।

গত একদিনে মারা যাওয়াদের মধ্যে তিনজনই ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মাসওয়ারি হিসাবে এর আগে জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।

এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৮ জনের।

জুলাই মাসে ২৬৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। অগাস্টে ৬৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।


� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status