ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
ইবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের 'শহীদি মার্চ' কর্মসূচি পালন
ইরফান উল্লাহ্, ইবি
প্রকাশ: Thursday, 5 September, 2024, 7:09 PM

ইবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের 'শহীদি মার্চ' কর্মসূচি পালন

ইবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের 'শহীদি মার্চ' কর্মসূচি পালন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় 'শহীদী মার্চ' পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় শহীদদের স্মরণে তারা এ কর্মসূচি পালন করেন।

এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে। মিছিলে শিক্ষার্থীরা 'আজকের এই দিনে সাঈদ তোমায় মনে পড়ে', 'শহীদের রক্ত বৃথা যেতে দিবো না', 'আমার ভাই কবরে খুনি কেন বাহিরে', 'আমাদের সংগ্রাম চলছে চলবে', 'মুগ্ধর রক্ত বৃথা যেতে দিবো না'সহ বিভিন্ন শ্লোগান দেয়।

পরে ক্যাম্পাসের মুক্ত বাংলায় এসে তারা সমাবেশে মিলিত হয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, গতমাসের এই দিনে আমরা প্রচন্ড উৎকন্ঠার মধ্যে ছিলাম। সবার মাঝে একটা আতঙ্ক কাজ করছিলো। কিন্তু আমরা সবাই স্বৈরাচারের ভয় কাটিয়ে রাজপথে নেমেছিলাম। অবশেষে সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছি। এখন এ নতুন বাংলাদেশে সবাই মিলে দেশের সংস্কার করতে হবে। বিভাজিত না হয়ে এক প্লাটফর্মে আসতে হবে। অন্যায়ের বিরুদ্ধে দল-মত-মতাদর্শের ভিন্নতা ভুলে সোচ্চার হতে হবে।

তারা আরো বলেন, এর মাঝেও কিছু দুষ্কৃতিকারী অপপ্রচারের চেষ্টা করে যাচ্ছে। এসকল মানুষদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। তাদের ফাদে পা দেওয়া যাবে না। দুষ্কৃতকারীদের এই দেশে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। আমরা এই জুলাই হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবি জানাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status