ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৬
আবু বকর সিদ্দিক, জীবননগর
প্রকাশ: Thursday, 5 September, 2024, 7:06 PM

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৬

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৬

চুয়াডাঙ্গার দর্শনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজন ৬ যুবককে আটক করা হয়েছে।আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে দর্শনা পুরাতন বাজার একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদেরকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

যৌথ বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়- যে সীমান্ত দর্শনা পুরাতন বাজারের টিপু তরফদারের বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে একদল যুবক গোপন মিটিং করছে। এমন খবরে বাড়িটি ঘিরে তল্লাশি শুরু করলে যৌথবাহিনী দেখে ১৫-২০ জন প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়। বাকি ৬ জনকে আটক করা হয়, তবে কোন অস্ত্র পাওয়া যায়নি।

আটককৃতরা হলেন- জীবননগর কাশিপুরের বাহার আলীর ছেলে মমিনুল (২৪) , দর্শনায় ইসলাম বাজারের চঞ্চলের ছেলে ফয়সাল (২২), একই এলাকার আলীর ছেলে সাকিব হাসান (২০), দর্শনা কেরু হাসপাতাল পাড়ার আসিফ (২১), দর্শনা কেরু পাড়ার তসলিমের ছেলে সাব্বির হাসান (১৮) ও দর্শনা ইসলামবাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে তাজউদ্দিন (২৩)।

দর্শনা থানার সেকেন্ড অফিসার (এসআই) নুর ইসলাম জানান, তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আদালতে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা জেলায় দায়িত্বপ্রাপ্ত যৌথবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল জয়নাল আবেদিন জানান, অবৈধ অস্ত্র থাকতে পারে এমন গোপন খবর পেয়ে বাড়িটি তল্লাশি করা হয়। ৬ জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। তবে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status