'প্রাণ-প্রকৃতি-পরিবেশ বনাম উন্নয়ন' বিষয়ে তারেক খান মজলিশ তারার সভাপতিত্বে ও নিলয় কুমার দাসের সঞ্চালনায় কুড়িগ্রাম প্রবীণ হিতৈষী সংঘে বিকাল ৪ টায় পরিবেশ বীক্ষণ কুড়িগ্রামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আলোচনা করেন কুড়িগ্রাম জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক, প্রীতিলতা ব্রিগেডের সংগঠক জান্নাতুল তহুরা তন্বী, নিরন্তন ভালোবাসা শিশু শিক্ষা প্রাঙ্গণের শিক্ষক রতন অধিকারী, ছাত্রনেতা তাজবীর আহাম্মেদসহ আরো অনেকে।
সভায় মতবিনিময়ের মাধ্যমে নতুন বাংলাদেশে প্রাণ-প্রকৃতি-পরিবেশের সাথে উন্নয়ন যেন সাংঘর্ষিক না হয়ে ওঠে সেই বিষয়েও রাষ্ট্রকে সোচ্চার থাকার আহবান জানানো হয়। পরিবেশ বীক্ষণের যুগ্ন আহ্বায়ক ও আলোচনা সভার সভাপতি তারেক খান মজলিশ তারা সমাপনী বক্তব্যে বলেন, "প্রাণ, প্রকৃতি ও পরিবেশ একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। হাসিনার স্বৈরাচারী শাসন আমলে আমরা দেখেছি তথাকথিত উন্নয়নের নিষ্ঠুর বলি হয়েছে প্রাণ-প্রকৃতি-পরিবেশ। আমাদের নতুন রাষ্ট্র-সমাজের উন্নয়নকে হয়ে উঠতে হবে পরিবেশ বান্ধব। তবেই উন্নয়ন স্বার্থক হয়ে উঠবে। পরিবেশ বান্ধব আইন করেই রাষ্ট্রকে পুনর্গঠিত করতে হবে।"