ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ ৯ মাঘ ১৪৩১
সেই কান্নার পেছনের গল্প শোনালেন রোনালদো
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 29 August, 2024, 3:27 PM
সর্বশেষ আপডেট: Sunday, 1 September, 2024, 3:20 PM

সেই কান্নার পেছনের গল্প শোনালেন রোনালদো

সেই কান্নার পেছনের গল্প শোনালেন রোনালদো

ইউরোতে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টিতে ব্যর্থ হওয়ার পর রোনালদোর কান্নায় ভেঙে পড়া নিয়ে প্রশ্ন, কৌতূহল, আলোচনা-সমালোচনা ছিল অনেক। ঘটনার দুই মাস হতে চলল। তবে প্রশ্ন, কৌতূহলের শেষ নেই এখনও। আলোচনা-সমালোচনাও ওঠে মাঝেমধ্যে। ইস্পাত-কঠিন দৃঢ়তা আর অদম্য মানসিকতার জন্য ক্যারিয়ারজুড়ে যার পরিচিতি, সেই ক্রিস্তিয়ানো রোনালদো কেন কান্না ভেঙে পড়লেন স্রেফ একটি পেনাল্টি গোল করতে না পেরে! বিশেষ করে, ম্যাচের ১৫ মিনিট বাকি তখনও। সেই কান্নার সময় নিজের মানসিক অবস্থা, তখনকার ভাবনা, সবকিছু এবার খুলে বললেন রোনালদো।

গত ১ জুলাই ইউরোর শেষ ষোলোর ম্যাচ ছিল সেটি। ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের ৩০ মিনিটের প্রথমার্ধের শেষ সময়ে পেনাল্টিতে গোল করতে পারেননি রোনালদো। দারুণভাবে ঠেকিয়ে দেন স্লোভেনিয়ার গোলকিপার ইয়ান ওবলাক। এর পরপরই কান্নায় ভেঙে পড়েন পর্তুগিজ অধিনায়ক। তাকে আলিঙ্গনে জড়িয়ে, পিঠ চাপড়ে সান্ত্বনা দেন সতীর্থরা।

পরে নিজেকে সামলে নিয়ে টাইব্রেকারে গোল করেন রোনালদো। সেই গোলের পর দর্শকদের দিকে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায় তাকে। গোলকিপার দিয়োগো কস্তার অসাধারণ নৈপুণ্যে টাইব্রেকারে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠে পর্তুগাল। কিন্তু রোনালদোর কান্নাই ছিল ম্যাচের সবচেয়ে আলোচিত অধ্যায়।

ম্যাচের পর অবশ্য সেটির ব্যাখ্যা ছোট্ট করে দিয়েছিলেন রোনালদো। এবার নিজের ইউটিউব চ্যানেলে সাবেক সতীর্থ রিও ফার্ডিনান্ডের সঙ্গে সাক্ষাৎকারেই সেই ঘটনার বিস্তারিত বললেন এই তারকা।

“প্রশংসা করার চেয়ে সমালোচনা করা অনেক বেশি সহজ। ক্রিস্তিয়ানোকে নিয়ে কথা বললে প্রথম পাতায় জায়গা হবে, এটিই স্বাভাবিক। কারণ, বিশ্বে সবচেয়ে বেশি মানুষ আমাকেই অনুসরণ করে। সেটা স্রেফ আমার সুন্দর মুখায়বের কারণে নয়, সবকিছু মিলিয়েই-গোল, ফুটবল, ট্রফি, পরিবার, জীবনাচরণ, সব কিছু মিলিয়েই। লোকে আমাকে পছন্দ করে বলেই অনুসরণ করে। সমালোচনাও এটিরই অংশ। এসব থাকবেই, সমস্যা নেই।”

“পেনাল্টি মিস করেছিলাম… ওবলাক দারুণভাবে বাঁচিয়েছিল। তবে এমন নয় যে, পেনাল্টি মিস করায় পর্তুগাল বাদ পড়ে যাবে, গোটা পৃথিবী আমার ওপর ভেঙে পড়বে, এসব কারণে কান্না করেছি। যারা আমাকে চেনে না, তারা এসব জানে না। আগের ২৭ পেনাল্টির সবকটিই গোল করার পর ওই সময়ে পেনাল্টিতে ব্যর্থ হলে নিজের ভেতরই খারাপ লাগা কাজ করে। যে মানুষগুলি খেলা দেখতে স্টেডিয়ামে এসেছে, কারও সন্তান, কারও মা, কারও বান্ধবি… সেসব কারণে আমার খারাপ লেগেছে।”

এমন নয় যে আগে কখনও পেনাল্টিতে ব্যর্থ তিনি হননি। বড় মঞ্চেও ব্যর্থ হয়েছেন পেনাল্টিতে। তবে সেদিনের প্রেক্ষাপট ও মানসিক অবস্থা আরও বিশদভাবে তুলে ধরলেন ৩৯ বছর বয়সী তারকা।

“আপনার কি মনে হয়, আমি পেনাল্টি মিস করায় গোটা পর্তুগলি ভেঙে পড়বে… লোকে বলবে যে ক্রিস্তিয়ানোর কারণে পর্তুগাল বাদ পড়ে গেছে… এসব কারণে কান্না করেছি? আমি তো ওসব ভাবিইনি। ইশ্বরের শপথ! আমি ব্যর্থ হয়েছিলাম, কারণ নিজের ওপর চাপ নিয়েছিলাম। ১১ বছর বয়স থেকেই সেই চাপ নিজের ওপর নিয়েছি যে, বিশ্বের সেরা ফুটবলার হতে চাই।”

“নিজের ভাবনায় আমি সবসময়ই সেরা হতে চেয়েছি এবং সেই চাপ নিজের ওপর নিয়েছি। এটার ভালো দিকও আছে, যখন সবকিছু ভালোভাবে এগোয়। কিন্তু যখন গড়বড় হয়, তখন সেটাও প্রবলভাবে অনুভূত হয়, কারণ নিজের ওপর চাপ থাকে। এমনিতে আমি এটা সামলাতে পারি, উপভোগই করি। তবে ওই পেনাল্টি মিস করার পর তাৎক্ষণিকভাবে আমার খারাপ লেগেছে নিজেকে নিয়ে, ভক্ত-সমর্থক, তাদের পরিবারের জন্য।”ইউরোর ওই কান্নার এক মাস আগে সৌদি আরবে কিংস কাপের ফাইনালে হেরেও মাঠে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। ম্যাচ শেষে ডাগআউটে বসেও ফুঁপিয়ে কাঁদতে দেখা গেছে আল নাস্‌র অধিনায়ককে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status