ভাইরাল সেই টিভি উপস্থাপিকাকে নিয়ে যা বললেন শনবম ফারিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 30 July, 2024, 12:09 PM
ভাইরাল সেই টিভি উপস্থাপিকাকে নিয়ে যা বললেন শনবম ফারিয়া
সম্প্রতি চ্যানেল আইয়ে সম্প্রচারিত ‘মেট্রোসেম টু দ্য পয়েন্ট’ টকশো অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। কোটাবিরোধী আন্দোলন নিয়ে এই টকশোটি আলোচনায় থাকার যতগুলো কারণ রয়েছে, উপস্থাপিকাই সব বিষয়কে ছাপিয়ে গেছেন।
ফলে অনুষ্ঠানটির উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এখন প্রশংসায় ভাসছেন। সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসা করে অনেকেই স্ট্যাটাস দিচ্ছেন।
দীপ্তিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন হালের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আপা, আপনার প্রতি আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা। সাংবাদিকতার স্টুডেন্ট হিসাবে আপনার কাছ থেকে কীভাবে ধৈর্য ধরে রাখতে হয় তা শিখলাম’।
উপস্থাপিকার প্রশংসা করে শবনম লেখেন, ‘আপনার নাম জানি না তবে যেহেতু একই মাধ্যমে কাজ করি, কোনো না কোনো দিন দেখা হয়েই যাবে। তার আগ পর্যন্ত জেনে রাখেন আপনি অসাধারণ, আপনি অনন্যা’।
দীপ্তি চৌধুরী বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের বিভাগের শিক্ষার্থী। উপস্থাপনা ছাড়াও দীর্ঘদিন ধরে তরুণ উন্নয়নকর্মী হিসেবে জাতীয় আন্তর্জাতিকভাবে কাজ করছেন। ’