কাপড় ব্যবসায়ী সোহাগ। শনিবার রাতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। প্রতিদিন তারা সকালে ঘুম থেকে উঠলেও আজ না ওঠায় ডাকাডাকি করেন পরিবারের সদস্যরা। কিন্তু মেলেনি কোনো সাড়া। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখেন টিনের চালের কাঠে ঝুলছিল সোহাগ ও এক মেয়ে। খাটে স্ত্রী আর খাটের পাশেই পড়েছিল আরেক মেয়ের মরদেহ। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বিজয়পাড়ায়।
মৃতরা হলেন- সোহাগ (৩৩) ও তার স্ত্রী জান্নাত (২২), তাদের দুই মেয়ে সন্তান ফাহিমা (৪) ও সাদিয়া (২)।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ওসি মাহাবুবুর রহমান।
তিনি বলেন, নিহত সোহাগ পেশায় একজন কাপড় ব্যবসায়ী। রাতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। প্রতিদিন তারা সকাল ঘুম থেকে উঠলেও আজ না ওঠায় পরিবারের সদস্যরা তাদের ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া মেলেনি। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে তাদের মরদেহ দেখতে পান। এরমধ্যে সোহাগ ও এক মেয়ের মরদেহ টিনের চালের কাঠে ঝুলছিল। স্ত্রী জান্নাতের মরদেহ খাটে ও অপর আরেক মেয়ের মরদেহ খাটের পাশে পড়েছিল।
তিনি আরো জানান, তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে মৃত্যুর আসল কারণ।