হট ফোটো শ্যুটে ধরা দিলেন অভিনেত্রী পায়েল সরকার, মুহূর্তে ছবি ভাইরাল
নতুন সময় ডেস্ক
|
![]() হট ফোটো শ্যুটে ধরা দিলেন অভিনেত্রী পায়েল সরকার, মুহূর্তে ছবি ভাইরাল পায়েল প্রেম করছেন কিনা এই প্রসঙ্গে জিজ্ঞেশ করলে, তিনি এক সাক্ষাৎকারে বলেন, “একেবারেই নেই। আরে যদি কাউকে পছন্দ না হয়, কী করব? জোর করে তো আর প্রেম করতে পারব না! আমি জানি, আমার চারপাশটা খুব বোরিং। আশেপাশের মানুষগুলোও। প্রেম নেই, পার্টি নেই। কী করব বলুন, ডিক্যাপ্রিও-র মতো কাউকে পাচ্ছি না তো।” পুজো আসছে, আর তার আগেই নিজের হটনেস ছড়িয়ে দিচ্ছেন অভিনেত্রী। নিজেকে ভিন্ন ভিন্ন লুকে ধরা দিয়ে চলেছেন অভিনেত্রী।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |