নরসিংদীতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে কারখানা শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
নতুন সময় প্রতিনিধি
|
![]() নরসিংদীতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে কারখানা শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া পরে মহাসড়কে বেরিকেট দিয়ে পথরোধ করে রাখে তারা। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ সংঘর্ষে জড়ায় হাজারো শ্রমিকরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাবার বুলেট এবং টিয়ারসেল নিক্ষেপ করে আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে পুলিশসহ অন্তত ১৫জন আহত হয়েছে। বেলা ১টা পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে। আন্দোলনকারী শ্রমিকদের হটাতে পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |