কুড়িগ্রামে দৈনিক নতুন সময়ের মত বিনিময় সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
দৈনিক নতুন সময় পত্রিকার কুড়িগ্রাম জেলা কার্যালয়ে সকাল ১১টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক নতুন সময়- এর সম্পাদক ও প্রকাশক নাজমুল হক শ্যামল, বিশেষ অতিথি ছিলেন পত্রিকার ডেপুটি মফস্বল সম্পাদক খালেদ হাসান সুজন, ঢাকাস্থ কারখানা আইটি'র প্রতিষ্ঠাতা ও আইটি বিশেষজ্ঞ কবি সাম্য রাইয়ান, শ্বেতপত্র পত্রিকার সম্পাদক কবি মোকলেছুর রহমান, নারী উদ্যোক্তা ও দৈনিক নতুন সময় পাঠক ফোরামের আহবায়ক জাহানারা বেগম। মতবিনিময় সভায় দৈনিক নতুন সময়ের উলিপুর উপজেলা প্রতিনিধি এমএইচ শাহীন, রাজারহাট উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম সবুজ, চিলমারী উপজেলা প্রতিনিধি মাহবুবুল হাসান, রৌমারী উপজেলা প্রতিনিধি মো. আল আমিন, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি আবু হানিফ, ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি এফ কে আশিক এবং রাজীবপুর ও ফুলবাড়ী উপজেলার প্রতিনিধিগন অতিথি গনের সাথে মতবিনিময় করেন। সভায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং মফস্বল সম্পাদক উপস্থিত সকলের সাথে ভার্চুয়ালী মতবিনিময় করেন। তিনি আরো বলেন, জেলা উপজেলাসহ সারা দেশব্যাপী নতুন সময়ের প্রতিনিধিগণ আমরা সকলে একটি পরিবার। এই পরিবারটিকে টিকিয়ে রাখতে গেলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসুন আমরা সকলে সম্পাদক ও প্রকাশক শ্যামল স্যারের নির্দেশ অনুসরণ করে নতুন সময়কে এগিয়ে নিয়ে যাই দেশসেরা পত্রিকা হিসেবে। অনুষ্ঠানের সভাপতি ও দৈনিক নতুন সময়ের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আহম্মেদুল কবির তার নিজ জেলার উপজেলা প্রতিনিধিগণের উদ্দেশে বলেন, আপনারা অবগত আছেন, সহজ মানুষের পত্রিকা দৈনিক নতুন সময় প্রত্যেক মানুষের ঘরে ঘরে, অফিস আদালতে পত্রিকাটি পৌঁছে দেয়ার জন্য প্রস্তুতি গ্রহন করেছে এ কাজে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। আপনারা উপজেলা পর্যায়ে ক্যাম্পিং শেষ করুন, নতুন সময়ের গ্রাহক সংগ্রহ করন এবং একই সাথে দৈনিক নতুন সময়ের পাঠক প্রিয়তা বৃদ্ধির জন্য উন্নয়নমূলক সংবাদ, সাফল্যের সংবাদ প্রেরণ করুন, আইডি কার্ড গলায় ঝুলিয়ে, গাড়িতে স্টীকার লাগালেই সাংবাদিক হওয়া যায় না। সাংবাদিক সেই যে সংবাদের সাথে যুক্ত থেকে স্বচ্ছ আয়নার মতো নিজেকে উজ্জ্বল রাখতে জানে। তেমন সাংবাদিকতা করুন। দুর্নীতির সংবাদ প্রকাশ ও সাংবাদিক হয়রানির বিষয়ে মতবিনিময় করতে গিয়ে উপজেলা প্রতিনিধিদের প্রশ্নের জবাবে জেলা প্রতিনিধি আহম্মেদুল কবির আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আপনারা নিজেদের অবস্থানে দৃঢ় থাকবেন। দৈনিক নতুন সময় আমাদের সাথেই আছে দূর্নীতির মূলোৎপাটন করা হবে। প্রত্যেকে নিজ নিজ এলাকার দুর্নীতিবাজদের তালিকা করুন, তাদের আয়ের উৎস খুঁজুন। গড়মিল মনে হলে নিউজ করুন, নিউজ করার পর কোন প্রকার হামলা কিংবা ভূয়া মামলা দায়ের করা হলে দুর্নীতিবাজদের যতক্ষণ পর্যন্ত আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে না ততোক্ষণ পর্যন্ত নতুন সময় আপনাদের সাথে আছে, জেলা প্রতিনিধি আপনাদের সাথে আছে। দৈনিক নতুন সময়ে সাংবাদিকতা করতে হলে কোন পক্ষে নয় নিজের পক্ষেই থাকুন, নতুন সময়ের সাথেই থাকুন। প্রসঙ্গত, মতবিনিময় সভা শেষে দৈনিক নতুন সময়ের অনলাইন মিটিং, জুম মিটিং, জি-মেইল, ই- মেইল ব্যবহারসহ মাল্টিমিডিয়ার সকল ব্রাউজিং বিষয়ে প্রায় ২ ঘন্টার একটি প্রাথমিক প্রশিক্ষণ প্রদান করেন, সভার বিশেষ অতিথি ঢাকাস্থ কারখানা আইটির প্রতিষ্ঠাতা কবি সাম্য রাইয়ান, মতবিনিময় সভার সব শেষে সভার বিশেষ অতিথি নারী উদ্যোক্তা জাহানারা বেগমকে আহবায়ক করে ০৭ সদস্য বিশিষ্ট দৈনিক নতুন সময় পাঠক ফোরাম গঠন করা হয় এবং আগত উপজেলা প্রতিনিধিদের পত্রিকার আইডি কার্ড বিতরণ করা হয়। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |