ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
যেভাবে ৩০ যাত্রীর জীবন বাঁচালেন চালক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 July, 2024, 3:01 PM

যেভাবে ৩০ যাত্রীর জীবন বাঁচালেন চালক

যেভাবে ৩০ যাত্রীর জীবন বাঁচালেন চালক

ব্যস্ততম রাস্তা, গন্তব্যে পৌঁছানোর জন্য বাসে ছিলেন ৩০ যাত্রী। এরপর চালক বাসে উঠে তার আসনে বসে ইঞ্জিন চালু করেন। সঙ্গে সঙ্গেই ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে চালকের তৎক্ষণাৎ বুদ্ধি ও সাহসিকতায় কোনো যাত্রী আহত পর্যন্ত হয়নি। ভারতের বেঙ্গালুরুতে মঙ্গলবার (৯ জুলাই) সকালে ঘটেছে এই ঘটনা। খবর এনডিটিভির।

বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিএমটিসি) জানিয়েছে, ওই চালক দ্রুত বাসের সকল যাত্রীকে নামানোর ব্যবস্থা করেন এবং নিশ্চিত করেন যেন কেউ আগুনে আহত না হয়।

পথচারীদের ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলছে ও ধোঁয়া উড়ছে। পাশাপাশি দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।

বিএমটিসি-এর পক্ষ থেকে বলা হয়েছে, চালক যখন ইগনিশন চালু করেন তখন ইঞ্জিনে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, ইঞ্জিন অনেক গরম ছিল।

বিএমটিসি আরও জানায়, ইঞ্জিনে যখন আগুন ধরে তখন বাসে ৩০ জন যাত্রী ছিল। তবে সতর্ক চালক সময়মতো সবাইকে নিরাপদে বের করেন এবং দমকলবাহিনীকে খবর দেন।

বিএমটিসি-এর একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, আগুন লাগার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। রিপোর্ট শেষে সঠিক পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status