নোয়াখালীতে কোটা বৈষম্য পরিপত্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও র্যালী
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Monday, 8 July, 2024, 1:42 PM
নোয়াখালীতে কোটা বৈষম্য পরিপত্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর আয়োজনে সোমবার সকাল থেকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে এই বিক্ষোভ মিছিল করা হয়।
কোটা বৈষম্য নিপাত যাক, চাকুরিতে মেধাবীরা সুযোগ পাক এইসব স্লোগানে আন্দোলনকারী কোটা বৈষম্য বিরোধীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।
কোটায় কোনও ধরণের বিশেষ নিয়োগ দেওয়া যাবে না। কিছু ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা চাকরির জন্য আবেদনই করতে পারেন না, কেবলমাত্র মুষ্টিমেয় কোটাধারীদের জন্যই এ বিশেষ সুবিধা। চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার করা যাবে না।
এই সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী সরকারি কলেজের ফরহাদুল ইসলাম, ইসমাইল হোসেন, ম্যাটস থেকে মুনতাহার প্রীতি, চৌমুহনী সরকারি কলেজের মেহেদী হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেহেদী হোসেন সহ অন্যান্য কোটা বিরোধী আন্দোলনকারী, ছাত্র ছাত্রী সহ আরো অনেকে।