বন্ধু সংঘের ঈদ পুনর্মিলনী উৎসব
নতুন সময় প্রতিবেদক
|
![]() বন্ধু সংঘের ঈদ পুনর্মিলনী উৎসব বন্ধু সংঘের শতাধিক বন্ধুদের অংশগ্রহণে মেহেদী, ফিরোজ, হাবিব, সাঈদ, রব্বানী, সুমন, ফরহাদ, রাসেলের আন্তরিক আয়োজনে খিলগাঁও ও এর আশেপাশে দীর্ঘ ৩০ বছরের বন্ধুদের আগমনে মেহেদী প্লাজা হয়ে উঠে এক উৎসব মুখর বন্ধুমহলে। ঈদের কোলাকুলি ছুটোছুটির সাথে চল্লিশোর্ধ্ব সব বন্ধুরা হয়ে উঠে ২৫ বছরের যুবকের ন্যায় উদ্দিপনার আড্ডায়। আনন্দ আড্ডার মধ্যে গান,কবিতা,সেল্ফি আর দুষ্টুমির মতো বিভিন্ন আইটেম। এরমধ্যে সবাইকে দরাজ কণ্ঠে গান শুনিয়ে বন্ধুদের মাঝে আনন্দ বিলিয়ে দেয় সবার প্রিয় বন্ধু হাবিবুল্লাহ ভুইয়া। ঈদ উপলক্ষে কুরবানির মাংস আর পরোটা দিয়ে রাতের ডিনার শেষে দই আর ঠান্ডা পানীয় ছিলো আনন্দ আড্ডার মজাদার খাবার। খুব শীঘ্রই বন্ধু সংঘের আয়োজনে ঢাকার বাইরে নৌপথে এক পিকনিকের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনায় বন্ধু সংঘের সভাপতি জামাল, হাকিম,লিংকন, রাসেল, খান সোহেল, ফিরোজ,হাবিব, মেহেদী, সাঈদ,রব্বানী, চুই সোহেল, ইমন,রাসেদ, ও সুমন চৌধুরী অংশ নেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |