প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন ২১ জুন, আলোচনায় তিস্তাসহ গুরুত্বপূর্ণ ইস্যু
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন ২১ জুন, আলোচনায় তিস্তাসহ গুরুত্বপূর্ণ ইস্যু প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি তার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান শুক্রবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এটি হবে চলতি মাসেই প্রধানমন্ত্রীর দ্বিতীয় দফা ভারত সফর। সফরসূচি অনুযায়ী ২১ জুন ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২২ জুন নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করতে পারেন শেখ হাসিনা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনার সফরে রেল, সড়ক ও নৌপথে আঞ্চলিক সংযুক্তির কার্যকর প্রসার এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা ও দ্বিপক্ষীয় বাণিজ্যের নানা দিক নিয়ে নরেন্দ্র মোদির মধ্যে আলোচনা হতে পারে। দ্বিপক্ষীয় এই সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের কথা রয়েছে। পারস্পরিক সহযোগিতার কিছু ক্ষেত্রে কিছু ঘোষণাও আসতে পারে। জানা গেছে, সফরের খুঁটিনাটি ঠিক করতে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা ইতোমধ্যে দু’বার ঢাকা ঘুরে গেছেন। এর আগে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে গত ৮ জুন দুই দিনের সফরে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |