ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ ৯ মাঘ ১৪৩১
প্রেমিকের সঙ্গে কোথায় গেলেন তৃপ্তি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 June, 2024, 5:33 PM

প্রেমিকের সঙ্গে কোথায় গেলেন তৃপ্তি?

প্রেমিকের সঙ্গে কোথায় গেলেন তৃপ্তি?

বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির প্রেমের গুঞ্জন চলছে অনেকদিন ধরেই। সংবাদমাধ্যমের ক্যামেরায় প্রেমিক স্যাম মার্চেন্টের সঙ্গে মাঝেমধ্যেই ধরা পড়েন এ জুটি।

সম্প্রতি বৃষ্টির দিনে স্যাম মার্চেন্টের সঙ্গে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় নৈশভোজে গিয়েছিলেন তৃপ্তি। সেখান থেকে বের হতেই ক্যামেরায় ধরা পড়েন তারা। বরাবরের মতো মিষ্টি হেসে উঠে পড়েন একই গাড়িতে। ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

স্যাম মার্চেন্ট পেশায় ব্যবসায়ী। রেস্তোরাঁ আছে তার। গোয়াতে ওয়েটার বিচ লাউঞ্জ ও গ্রিলেরও মালিক তিনি। বলিউড তারকাদের সঙ্গে ভালো যোগাযোগ আছে স্যামের। বলিউডে কান পাতলে শোনা যায়, ডেট করছেন তৃপ্তি ও স্যাম। যদিও এ বিষয়ে মুখ খোলেননি দুজনের কেউই।

এর আগেও বান্দ্রার একটি স্টোরের বাইরে ক্যামেরাবন্দি হন তৃপ্তি ও স্যাম। যদিও পাপারাজ্জিদের দেখে বাকি আর পাঁচটা দিনের মতোই ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন অভিনেত্রী।

এর আগে আনুশকা শর্মার ভাই কর্ণেশ শর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। তখনও গোপনেই রেখেছিলেন নিজের প্রেম প্রসঙ্গ। সামনে এই অভিনেত্রীকে করণ জোহরের ‘ধড়ক ২’-এ দেখা যাবে। এছাড়াও ‘ভুলভুলাইয়া ৩’-এও দেখা যাবে তাকে। এমনকি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে ডোনা গাঙ্গুলির চরিত্রে দেখা যেতে পারে তৃপ্তিকে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status