চৌদ্দগ্রামে অবহেলা-অভিমানে ষাটোর্ধ্ব মহিলার আত্মহত্যা
আবদুর রউফ, চৌদ্দগ্রাম
|
কুমিল্লার চৌদ্দগ্রামে পুত্রবধূ সহ পরিবারের লোকজনের সাথে অভিমান করে সেতারা বেগম (৬৭) নামে এক বয়স্ক নারী আত্মহত্যা করেছে। অসুস্থতায় পর্যাপ্ত সেবা না পেয়ে এবং পরিবারের লোকজনের অবহেলা সহ্য করতে না পেরেই এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে। নিহত সেতারা বেগম একই গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। রোববার (০৯ জুন) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |