ইতালির বলোনীয়া সমিতির বলোনীয়া শাখার নব নির্বাচিত আংশিক কমিটি ২০২৪,২০২৫ ঘোষণা
মনজুর আলম, ইতালি
|
ইতালির বলোনীয়া দোয়ার সমিতির বলোনীয়া শাখার নব নির্বাচিত আংশিক কমিটি ২০২৪, ২০২৫ ঘোষণা। সভাপতি মোহাম্মদ কামাল ( কমল মোল্লা), সিনিয়র সহ-সভাপতি সাইদুল আকন, সাধারণ সম্পাদক নুর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ সোরহাব কাজীকে নিয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়। ইনশাআল্লাহ অতি দ্রুত পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করবেন। একজন মানুষের নৈতিকতা, মানবিকতা, বিবেকবোধকে সঠিকভাবে জাগ্রত করতে সামাজিক সংগঠনের ভূমিকা অপরিসীম। এছাড়াও একজন মানুষের দক্ষতা, সাংগঠনিক কাঠামো সম্পর্কে ধ্যান-ধারণা তৈরি, দেশের ও জাতির সামনে নিজেকে তুলে ধরার আত্মবিশ্বাস ও স্মার্টনেসসহ নানাবিধ গুণ বৃদ্ধি করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে যা তার পরবর্তী পেশাগত জীবনেও অনেক কাজে আসে।মানুষ সামাজিক জীব। ভৌগোলিক এবং আর্থ-সামাজিক কারণে সমাজে মদ, জুয়া, নারী নির্যাতন, দুর্নীতি, সুদ ও ঘুষসহ বিভিন্ন সামাজিক ব্যাধি রয়েছে। সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয়ে এই ব্যাধিগুলো নির্মূলে দোহার সমিতি বলোনীয়া ইতালি সামাজিক সংগঠন অঙ্গীকারবদ্ধ।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |