ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২ ডিসেম্বর ২০২৪ ১৬ অগ্রহায়ণ ১৪৩১
সোনারগাঁ থেকে ৪০ কেজি গাজা সহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
তৌরব হোসেন,সোনারগাঁ
প্রকাশ: Thursday, 23 May, 2024, 11:26 PM

সোনারগাঁ থেকে ৪০ কেজি গাজা সহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁ থেকে ৪০ কেজি গাজা সহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে মাদক কারবারির দলনেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এ সময় আটককৃতদের কাছ থেকে ৪০ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেঃ কর্নেল মো. ফিরোজ কবীর। আটককৃতরা হলেন, মাদক কারবারি চক্রের দলনেতা ফারুক (৩৫), সুমন আলী (২৮),রুবেল আলী (৩০),ও মোঃ সজীব(২০)।

লেঃ কর্নেল মো. ফিরোজ কবীর জানান, র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল মঙ্গলবার রাত ১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা টোল-প্লাজা এলাকা থেকে মাদক কারবারি চক্রের দলনেতা ফারুকসহ ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মাইক্রোবাস জব্দ করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক আরও বলেন, ‘আমাদের অনুসন্ধানে এবং আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মাদক কারবারি চক্রটি অভিনব পদ্ধতিতে পরষ্পরের সাথে যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। এ কাজে তাদের দলনেতা ছিলেন ফারুক। এক্ষেত্রে তারা বিভিন্ন সময়ে যাত্রীবেশে যাত্রী পরিবহনের আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে তা রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।’

‘গতরাতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আমরা নিশ্চিত হই যে, ওই মাদক কারবারিরা একটি মাইক্রোবাসে করে যাত্রী পরিবহনের নামে সীমান্তবর্তী এলাকা থেকে রাজধানীতে মাদক পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তখন আমাদের একটি চৌকষ দল সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন’, বলেও জানিয়েছেন র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেঃ কর্নেল মোঃ ফিরোজ কবীর।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status