ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৮ মাঘ ১৪৩১
হিলিতে এলএসডি গোডাউনে ইরি বোরো ধান,চাল সংগ্রহের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 May, 2024, 11:24 PM

হিলিতে এলএসডি গোডাউনে ইরি বোরো ধান,চাল  সংগ্রহের উদ্বোধন

হিলিতে এলএসডি গোডাউনে ইরি বোরো ধান,চাল সংগ্রহের উদ্বোধন

দিনাজপুর জেলার সীমান্ত লাগোয়া হিলিতে সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমের ইরি বোরো ধান,চাল  সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

২৩ মে বৃহস্পতিবার  সকাল সাড়ে ১১ টায় হাকিমপুর উপজেলা ক্রয় ও মনিটরিং কমিটির আয়োজনে কৃষকদের নিকট থেকে ধান,চাল ও গম ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ   হারুন।  


পরে হাকিমপুর হিলি পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মোঃ শহিদুর রহমান নামে কৃষকের নিকট থেকে এক টন ধান ক্রয়ের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন।  ধান, চাল ও গম সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী অফিসার অমিত রায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম  ,প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য  সৈয়দ মোস্তাফিজুর রহমান হাসকিং মিলার সভাপতি শ্রী গনেশ সাহা, কৃষক লীগের সভাপতি জনাদ্ধন চন্দ্র , হিলি খাদ্য গুদাম কর্মকর্তা জোসেফ হাসদা,খলিলুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন ।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা  জোসেফ হাসদা বলেন,এবারে হাকিমপুর উপজেলায় ৩২ টাকা কেজি দরে ৭৭২ মেট্রিক টন বোরো ধান, ৪৫টাকা কেজি দরে ৪১৪  মেট্রিক টন সিদ্ধ চাল ও  ৪৪ টাকা কেজি দরে  ৭৯মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান কার্যক্রম চলবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status