‘খারাপ ভিডিও দেখিয়ে মেডিকেলের স্যার আমাকে অফার করেছিল’
নতুন সময় ডেস্ক
|
চিত্রনায়ক শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে কয়েকদিন আগেও ঢালিউডে তুমুল চর্চার বিষয় ছিল। শাকিবের হবু বউয়ের পরিচয় খুঁজতে গিয়ে ওই মুহূর্তেই ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে গুঞ্জন ওঠে যে, শাকিবের ‘হবু বউয়ের’ নাম ডাক্তার মিষ্টি জান্নাত। সেই ভিডিওর পর থেকে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে মিষ্টির। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |