কেন্দ্রীয় ব্যাংকের ঘনঘন নীতির পরিবর্তনে অস্বস্তি বাড়ছে: এফবিসিসিআই
নতুন সময় প্রতিবেদক
|
![]() কেন্দ্রীয় ব্যাংকের ঘনঘন নীতির পরিবর্তনে অস্বস্তি বাড়ছে: এফবিসিসিআই বৃহস্পতিবার (১৬ মে) বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, দেশে ডলার রেট বাড়ায় খেলাপি ঋণের পরিমাণ বাড়বে। তাই এটি যেন আর না বাড়ে সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। বারবার নীতি পরিবর্তনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন জনিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে সবকিছু স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছেন গর্ভনর। পাশাপাশি সমাধান হবে রিজার্ভ সমস্যাও। মাহবুবুল আলম বলেন, সুদহার যাতে ১৪ শতাংশের বেশি না হয় বলে দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সেই দাবি গভর্নরকে জানালে তিনি সুদহার ১৪ শতাংশের বেশি হবে না বলে আস্বস্ত করেছেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |