বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন জায়েদ খান
নতুন সময় ডেস্ক
|
ঢালিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ জায়েদ খানের বিয়ে নিয়ে তার ভক্তদের আগ্রহ সীমাহীন। আর এ সুযোগটাই নিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি ফেসবুকে জায়েদ খানের সঙ্গে দুটি ছবি শেয়ার করে জয় ক্যাপশন দিয়েছেন, ‘অসাধারণ পরিবর্তন। মুগ্ধ আমি। জায়েদের কিন্তু বিয়ে হয়ে গেছে।’ নেট দুনিয়ায় এ খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। মুহূর্তেই জয়ের পোস্ট, জায়েদ ভক্তদের ‘অভিনন্দন’ বন্যায় ভরে উঠে। মন্তব্যের ঘরে শুধু ‘শুভকামনা’ই নয়- কারও মতে, প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন। আবার কারও মতে, এক চিত্রনায়িকাই হয়েছেন তার ঘরণী। অনেকেই আবার বিষয়টিকে ‘মজা’ হিসেবে নিয়েছেন। আসলেই কী জায়েদ খান বিয়ে করেছেন? এমন প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন ঢালিউডের এই ‘ব্যাচেলর খান’ তিনি বলেন, ধুর! ফাঁকা আওয়াজ। বিয়ে করিনি। বিয়ে করলে সেটা আপনারা (সাংবাদিক) অবশ্যই জানতেন। জয়েদ খান আরও বলেন, জয় ভাই, মজা করেই সেই স্ট্যাটাস দিয়েছে। তার কাজই আলোচনায় থাকা। গত কয়েক মাস ধরেই বিভিন্ন দেশে গিয়ে স্টেজ পারফর্মেন্স করছেন জায়েদ খান। এ সময় বিভিন্ন নারীর সঙ্গে ছবি তুলে তার প্রকাশ করতেও দেখা যায় এই নায়ককে। এদিকে চলতি মাসের শেষ সপ্তাহেই লন্ডনে শো আছে তার। এছাড়া ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে নগদের জন্য করা তার বিজ্ঞাপনও রয়েছে বেশ আলোচনায়। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |