ইংরেজি গান গেয়ে কটাক্ষের শিকার জেফার
নতুন সময় ডেস্ক
|
গানের জগতে নিজেকে ভিন্নভাবেই উপস্থাপন করে নজর কেড়েছেন জেফার রহমান। তার গায়কি কিংবা গানের ধরন অন্যদের থেকে আলাদা। ফলে খুব অল্প সময়ে পেয়েছেন জনপ্রিয়তা। ইংরেজি গানের মাধ্যমে ক্যারিয়ার শুরু জেফারের। মাঝে বাংলা গানও গেয়েছেন। বিরতির পর আবার ফিরলেন ইংরেজি গানে। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘স্পাইসি’ শিরোনামের গানটি। নিজেই পারফর্ম করেছেন এর মিউজিক ভিডিওতে। গানটির প্রযোজক ফুয়াদ আল মুক্তাদীর। এতে র্যাপ অংশ গেয়েছেন মার্কিন শিল্পী হ্যাজেল রোজ। এছাড়া ফুয়াদ আল মুক্তাদীরের গাওয়া ‘সোনা বন্ধু’ শীর্ষক বাংলা গানের একটি অংশও রয়েছে এতে। গানচিত্রটির দৃশ্যধারণ হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এদিকে ফুয়াদের গানের চুম্বক অংশ ‘সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দিয়া কাইট্টালা’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন জেফার। ‘ভোতা’ শব্দটিকে অশ্লীল ইঙ্গিত করে মজা করছেন দুষ্ট নেট-নাগরিকরা। যদিও শব্দটির ঠিকঠাক উচ্চারণ করেছেন এ গায়িকা। এর আগে, নতুন গান নিয়ে গণমাধ্যমকে জেফার বলেন, অনেকদিন পর ইংলিশ গান করেছি। এ কারণে গানটি আমার কাছে বিশেষ কিছু। গান ও ভিডিও বেশ যত্ন নিয়ে করা হয়েছে। সবমিলিয়ে এটি মন মতো হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। কয়েক মাস আগেও জেফারের পরিচিতি ছিল কেবলই কণ্ঠশিল্পী হিসেবে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম ওয়েব সিনেমা ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’। যদিও অভিনয়ে নিয়মিত হতে চান না তিনি। কারণ তার কাছে গানটাই মুখ্য। তবে ভালো চিত্রনাট্য পেলে ভেবে দেখবেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |