সুহিলপুরে-১ শিশুর রহস্যজনক মৃত্যু,দাদির অভিযোগ মৃত্যুর পেছনে নানা বাড়ি জড়িত
ইয়াছিন মাহমুদ
|
![]() সুহিলপুরে-১ শিশুর রহস্যজনক মৃত্যু,দাদির অভিযোগ মৃত্যুর পেছনে নানা বাড়ি জড়িত অভিযোগকারীর লিখিত অভিযোগ ও মৌখিক বক্তব্য অনুযায়ী জানা যায়, সুহিলপুর নদ্দা পাড়ার আকিব মিয়া ও তামান্না আক্তারের ছয় বছরের শিশুপুত্র জিসান তার মায়ের সাথে নানা বাড়িতে থাকতো। গত-০১ মে সকালে শিশুটি অসুস্থ হয়ে গেলে তাকে তার নানা বাড়ির লোকেরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে। একই দিন বিকাল-৫ টায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যুবরণ করে। জিসানের দাদা বাড়ি ও নানা বাড়ি একই এলাকায় হওয়ায় মাইকে ঘোষণায় তার দাদী জিসানের মৃত্যু সংবাদ শুনতে পায়। নাতির মৃত্যু সংবাদ যথাসময়ে নানা বাড়ি থেকে কেন দেওয়া হলো না, এই ব্যাপারে শিশুটির অসুস্থতা ও মৃত্যুর কারণ ও চিকিৎসা নিয়ে সন্দেহ জাগে দাদি কমলা বেগমের মনে। উল্লেখ্য জিসানের বাবা-মায়ের বিয়ে পর থেকেই দুই পরিবারের মধ্যে দীর্ঘ ছয় বছর যাবত মামলা চলমান আছে । শিশুটির লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়না তদন্তের পর পরিবারের কাছে ফেরত দিয়েছে এবং অভিযোগ দায়েরে সত্যতা স্বীকার করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদের মডেল থানা পুলিশ। এবিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার অফিসাস ইনচার্জ ( ওসি) আসলাম হোসেন বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |