অলিখিত শর্ত, বাংলা সিনেমায় এখন জীবন থেকে কিছুই নেয়া যাবে না?
মিরাজুল ইসলাম
|
![]() অলিখিত শর্ত, বাংলা সিনেমায় এখন জীবন থেকে কিছুই নেয়া যাবে না? আরো কিছু কারণ থাকলেও সাম্প্রতিক সময়ে যে অল্প ক’জন পরিচালক টেলিফিল্ম, ওটিপি প্ল্যাটফর্ম, আঁতলামি ধারার নন-কমার্শিয়াল ছবি, ঝন্টু-অনন্ত জলিল ঘরানার বাইরে, কিংবা রাজনৈতিক প্রপাগাণ্ডার (পড়ুন আওয়ামী ধারা) ঊর্ধ্বে বড় পর্দার জন্য সিনেমা বানানোর চেষ্টা করছেন রায়হান রাফী তাদের মধ্যে অন্যতম। এখন জানতে পারছি রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ সেন্সর বোর্ডে আটকে দেওয়া হয়েছে। কারণ সিনেমাটির কাহিনিতে সাংবাদিক দম্পতি ‘সাগর-রুনি’ হত্যাকাণ্ডের মিল পাওয়া গেছে। যদিও পরিচালক তা অস্বীকার করে আসছেন। বাংলাদেশের সিনেমা সাবালক হয়েছে ঠিকই সেই জহির রায়হানের আমলে। তবে অলিখিত শর্ত হচ্ছে, এখন জীবন থেকে কিছুই নেয়া যাবে না। লেখক ও চিকিৎসক |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |