রিয়াদে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সোসাইটির ঈদ পুনর্মিলনী ও কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
সোহরাব হোসেন- লিটন, সৌদি আরব
|
![]() রিয়াদে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সোসাইটির ঈদ পুনর্মিলনী ও কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আব্দুল আলীম মেহেদী,সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক - আর টি ভি র রিয়াদ প্রতিনিধি ও দৈনিক নতুন সময় পত্রিকার সৌদি আরব ব্যুরো প্রদান সোহরাব হোসেন লিটন,হাফেজ মাওলানা হামিম, জাকির হোসেন, সাখাওয়াত হোসেন আরমান, মোহাম্মদ আলম প্রমুখ। বক্তাগণ বলেন- ঈদকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন কমিটির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন নামে বাংলাদেশি ইসলামী সংস্কৃতি, ঐতিহ্যকে প্রবাসের মাটিতে বিনোদনের মাধ্যমে পরিচিতি করা এবং প্রবাসী সকল ভাই বন্ধু ফ্যামিলিদের মাঝে একটা আন্তরিকতার বন্ধন সুদূড় করার লক্ষ্যে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সোসাইটি মূল উদ্দেশ্য। এই অরাজনৈতিক বিনোদন মূলক ইসলামিক সংগঠনটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষনীয় নতুন নতুন খেলাধুলা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। শাহাদাত আল মাহদীর উপস্থাপনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শাহাদাত ফয়েজী। নাশিদ পরিবেশন করেন মাসুম বিন মাহবুব সহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খালেদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ আকর্ষন ছিলো শিশু কিশোর এবং বড়দের ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মধ্যান ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |